Friday, November 14, 2025

লক্ষ্য বিজেপি শূন্য উত্তর-পূর্ব, অসমে বৈঠকে তৃণমূল-সহ ১৫ বিরোধী দল

Date:

শুধুই ভাষণ কিন্তু কার্যক্ষেত্রে নিষ্ক্রিয় বিজেপি। মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি দেখে বিজেপি মোহ কেটেছে উত্তর-পূর্বের মানুষের। এই পরিস্থিতিতে মিজোরামের ভোটপর্ব মিটতেই উত্তর-পূর্বকে পাখির চোখ করল বিরোধী রাজনৈতিক দলগুলি। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি বিরোধী জোট গথনের সক্রিয়তা শুরু হল উত্তর-পূর্বের অসম রাজ্যে। শুক্রবার থেকে বিজেপি বিরোধী ১৫টি দলের দু’দিনের বৈঠক শুরু হয়েছে অসমের ডিব্রুগড়ে।

এই বৈঠক প্রসঙ্গে অসমের প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা বলেন, “আগামী লোকসভা ভোটে ন্যূনতম অভিন্ন কর্মসূচির ভিত্তিতে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে আলোচনা হয়েছে আমাদের নতুন জোট ‘ইউনাইটেড অপোজিশন ফোরাম অসম’-এর বৈঠকে।” এই উপস্থিত হয়েছেন কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি (আপ), এনসিপি, আরজেডি, জেডি(ইউ) সিপিএম, সিপিআই, সিপিআই-এমএল লিবারেশন, শিবসেনা (ইউবিটি)-র মতো ‘ইন্ডিয়া’র শরিকেরা। এছাড়াও উপস্থিত রয়েছে লুরিনজ্যোতি গগৈয়ের অসম জাতীয় পরিষদ, অখিল গগৈয়ের রাইজর দল, জনজাতি সংগঠন ‘অল পার্টি হিল লিডারস কনফারেন্স’, জাতীয় দল অসম এবং ফরওয়ার্ড ব্লক। মূলত অসম-সহ গোটা উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিজেপি নেতৃত্বাধীন জোট ‘নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স’ (নেডা)-র মোকাবিলায় এই তৎপরতা। আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধীদের এই জোট নির্ণায়কের ভূমিকা পালন করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, মণিপুরের সাম্প্রতিক গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় বিজেপির চূড়ান্ত নিষ্ক্রিয়তায় নেডার সঙ্গে দূরত্ব বাড়িয়েছে সেখানকার শরিকদলগুলি। মিজোরামের মুখ্যমন্ত্রী তথা বিজেপির সহযোগী এমএনএফের প্রধান জোরামথাঙ্গা বিজেপির সঙ্গে জোট ভেঙেছেন। এবং সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক মঞ্চে হাজির হতেও অসম্মত হয়েছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে। এদিকে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে তৃণমূল মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন বরা, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সুস্মিতা দেব এখন উত্তর-পূর্বাঞ্চলের তৃণমূল নেতা। এই পরিস্থিতিতে বিজেপিকে উত্তর-পূর্ব ছাড়া করতে লোকসভার আগে এই অবিজেপি জোট বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...
Exit mobile version