Saturday, May 3, 2025

‘নিঃসঙ্গ শিক্ষক’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

মাকড়সা আটটা পা
বাইরে যা জাল বিছা ।
ঘরকুনো আর কেন
একভাবেই রোজ বাঁচা !
কাল রাতে আলনাতে
ঝুলগুলো ঝুলছিলো
তাই দেখে ভাই রেগে
কাই হলো যাই বলো ।
ঝুল হলে ঝুলঝাড়াও
ঝাল ঝাড়ে , ঠিক কিনা ?
তাই বলে ভুল করেও
ভুলবি না জাল বোনা ।
মাকড়সা যুদ্ধে যা
রবার্ট ব্রুশ পারছে না !
বড়াই না ; দেখিয়ে দে
শিখিয়ে দে লড়াইটা ।

মাকড়সা গা ঘিনঘিনে ? ওকে ছুঁলেই জাত যায় ? জাত কি ছেলের হাতের মোয়া ! মাকড়সা বিষাক্ত ? ঠিক আছে । একটু দূরে থাকা যেতেই পারে , কিন্তু মাকড়সাকে কিছুতেই অবজ্ঞা করা যাবে না । এর অনেক অবদান বিশ্বপ্রকৃতিতে ।
আর , বিশ্বজুড়ে স্পাইডার ম্যান নিয়ে যে হৈচৈ , উন্মাদনা,
তা কোনোভাবেই কি সম্ভব হতো মাকড়সা না থাকলে ?
রবার্ট ব্রুশের যুদ্ধজয়ের প্রধান প্রেরণা মাকড়সা নিয়ে কত যে গল্প আর কল্পকাহিনী !

মাকড়সার একটা বিশেষ গুণ হলো আঠালো জাল বুনতে পারার ক্ষমতা এবং সেই জালে অন্যান্য কীটপতঙ্গ ইত্যাদি বন্দী করে শিকার করে এরা । অনেক রকমের মাকড়সা হয় । কেউ জাল বোনে , কেউ লাফিয়ে শিকার ধরে । সব মাকড়সার একজোড়া বিষগ্রন্থি আছে । এরা প্রথমে শিকারকে জালবন্দী করে , তারপর বিষাক্ত দাঁড়া দিয়ে হত্যা করে ।

মাকড়সা কিন্তু পতঙ্গ নয় । এদের শরীরে কোনো পাখা নেই , অ্যানটেনাও নেই । এরা অ্যারাকনিডা শ্রেণীর অ্যারানি বর্গের সদস্য । এদের পায়ের সংখ্যা আট । মাকড়সার জাল টানলে অনেক লম্বা হয় , কিন্তু সহজে ছেঁড়ে না । এই জালের প্রসারিত হওয়ার ক্ষমতা স্টিলের চেয়েও বেশি । পা এবং পদক্ষেপের কৌশলের কারণে এরা নিজেদের জালে নিজেরা আটকে যায় না । এদের শরীরে রয়েছে বিশেষ ধরনের রাসায়নিক ।

পৃথিবীতে প্রায় ৫০ হাজার প্রজাতির মাকড়সা রয়েছে । দূরের কোনোকিছুই স্পষ্ট দেখতে পায় না এরা । তবু মাকড়সা দেখলেই সবাই দূরে সরে যায় । মাকড়সার পেশী নেই । এরা চলাফেরা করে হাইড্রোলিক পাওয়ার ব্যবহার ক’রে , অর্থাৎ এদের পা-গুলো শরীরের ভেতরকার এক বিশেষ তরলের মাধ্যমে চলে ।

মাকড়সা উপকারী প্রাণী । এরা পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে । প্রাণী হিসেবে এরা যথেষ্ট চিত্তাকর্ষক। শুনলে অবাক হতে হয় যে , পিতা মাকড়সা খুব হিংস্র হয়ে ওঠে অন্য মাকড়সাদের প্রতি । মাকড়সা কখনও ভিজে যায় না । এরা বাথরুমে থাকতে বেশি পছন্দ করে , কারণ এদেরও তৃষ্ণা আছে । এদের পাকস্থলী শুধুমাত্র তরল খাদ্য গ্রহণ করতে পারে । খাওয়ার আগে এরা খাদ্যকে দ্রবীভূত করে নেয় । এদের দেহ পাতলা জালের মতো রোঁয়া-আবৃত । তাই এরা ভেজে না । জলের মধ্যেও বেঁচে থাকতে পারে । ব্ল্যাক উইডো মাকড়সাদের মধ্যে স্ত্রী মাকড়সা সঙ্গমের পর পুরুষ মাকড়সাটিকে খেয়ে ফেলে । অবশ্য ক্ষুধার্ত না থাকলে কখনো কখনো পুরুষ মাকড়সাটি রক্ষা পায় । আবার কখনো কখনো এও দেখা যায় যে , পুরুষ মাকড়সা নিজেই স্ত্রী মাকড়সার মুখে নিজেকে সমর্পণ করে দেয় তাকে খেয়ে ফেলার জন্য । বেশিরভাগ মাকড়সার ৬ থেকে ৮ টি চোখ থাকে ।

মাকড়সার জাল শক্তিশালী প্রোটিনের সুতো দিয়ে তৈরি হয় । এই জাল ভীষণ শক্ত । মাকড়সার পা ১২ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে । সবচেয়ে বড় মাকড়সার ওজন ১৫০ গ্রামের বেশিও হতে পারে । ৩১৮ মিলিয়ন বছর আগে কার্বনিফেরাস শিলায় মাকড়সার জীবাশ্ম পাওয়া গেছে । সবচেয়ে বিষাক্ত মাকড়সা ব্ল্যাক উইডো উত্তর আমেরিকায় পাওয়া যায় । তবে এও জানা যায় যে , অস্ট্রেলিয়ান ফানেল-ওয়েব স্পাইডারের বিষে আক্রান্ত হলে একজন মানুষ এক ঘন্টার কম সময়ে মারা যেতে পারে । বেশিরভাগ মানুষ মাকড়সাকে ভয় পায় । এই ভয়ের মাত্রা যখন বেড়ে যায় তখন মাকড়সার ছবি দেখলেও ভীতি জাগে । এই ভীতিকে ‘ আর্কনোফোবিয়া ‘ বলা হয় । নানা প্রজাতির,নানা আকার ও আকৃতির এবং বিভিন্ন দৈর্ঘ্য ও ওজনের মাকড়সা আছে । এদের গায়ের রঙেও ভিন্নতা লক্ষ্য করা যায় ।

ট্যারান্টুলা মাকড়সা নেকড়ে মাকড়সার শ্রেণীর অন্তর্ভুক্ত । ইতালি ও স্পেনে এদের পাওয়া যায় । এরা খুব বিষাক্ত ও বিপজ্জনক ।

আবার এও সত্য যে , মাকড়সার জালের মধ্যে রয়েছে ক্ষত নিরাময়ের অসামান্য ক্ষমতা , কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে , যা দ্রুত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে । এই জালের অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ফাঙ্গাল ক্ষমতাও রয়েছে । এটা লিগামেন্টের চোট পর্যন্ত সারিয়ে দিতে পারে । এমনকি অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও এর জুড়ি নেই । মাকড়সা লড়াই , নিষ্ঠা , অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের প্রতীক । এদের জীবন ও কর্ম মানবজাতির কাছে প্রেরণাদায়ক । কীট তথা প্রাণীকুলের বিরলতর এই ‘ তাঁতশিল্পী ‘ যথেষ্ট অবদান রেখে চলেছে প্রকৃতির ভারসাম্য রক্ষায় । মাকড়সা নিয়ে বিশ্বজুড়ে গবেষণার শেষ নেই । সভ্যতা যত এগিয়ে চলেছে ততই যেন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মানবজাতির এই ‘ নিঃসঙ্গ শিক্ষক ‘ ।

আরও পড়ুন- চারধাম প্রকল্প নিয়ে ভোটের রাজনীতি করতে গিয়েই বি.পদের শ.ঙ্কা, ৫ বছরে ২০টি ধ.স

spot_img

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...