Wednesday, November 12, 2025

ধেয়ে আসছে ঘূর্ণি.ঝড় মিগ.জাউম, উপকূলে বাড়ল সর্ত.কতা, বা.তিল একাধিক ট্রেন!

Date:

যত সময় যাচ্ছে ততই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ (Depression in Bay of Bengal)। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ আপাতত উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামিকাল দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। সে ক্ষেত্রে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের পরিণত (Cyclone formation) হয়ে আছড়ে পড়তে পারে স্থলভাগে। ইতিমধ্যেই উপকূল জুড়ে বাড়ানো হয়েছে সতর্কতা। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়টি পুদুচেরি থেকে ৪৪০ কিমি পূর্ব এবং দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে ৪২০ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণের দুই রাজ্য তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’।

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দক্ষিণ ভারত গামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর। পূর্ব রেলের তরফেও আজ রবিবার থেকে আগামী বেশ কয়েকদিনের জন্য নির্ধারিত একাধিক ট্রেন বাতিল থাকছে বলে জানানো হয়েছে। হাওড়া বেঙ্গালুরু এক্সপ্রেস, হাতিয়া বেঙ্গালুরু এক্সপ্রেস সহ হাওড়া থেকে চেন্নাই গামী সেন্ট্রাল মেল ট্রেন বাতিল হয়েছে। মোট ১১৮ টি ট্রেন বাতিল থাকছে। আর এতেই বিপাকে পড়েছেন বহু বাঙালি পর্যটক। বাংলায় ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস (IMD)। তবে এই সাইক্লোনের প্রভাবে উত্তর ও উত্তর পূর্ব দিক থেকে জলীয় বাষ্প প্রবেশ করবে আমাদের রাজ্যে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। আগামী বুধবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version