Sunday, August 24, 2025

দুপুর ১২টা পর্যন্ত গণনার রিপোর্ট: মরু রাজ্যের পর ছত্তিশগড়ও হাতছাড়া কংগ্রেসের!

Date:

ভোট গণনার চার ঘণ্টা পরে তিন রাজ্যে ক্ষমতা দখলের পথে বিজেপি (BJP), তেলেঙ্গানায় বেশ খানিকটা এগিয়ে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস (INC)। রবিবারের সকালে গোটা দেশের নজর ছিল চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের (4 State Election Results) দিকে। গণনা শুরুর পৌনে এক ঘণ্টার মধ্যেই একের পর এক চমক আসতে থাকে। শুরুতে পোস্টাল ব্যালট খোলা হয়। তার কিছুক্ষণ পর থেকেই ইভিএম কাউন্টিং শুরু হয়েছে বলে খবর। সকাল ১১টা পর্যন্ত পাওয়া রিপোর্টে ছত্তিশগড়ে কংগ্রেস বনাম বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। কিন্তু দুপুর ১২ টায় ছবিটা অনেকটাই বদলে গেছে। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে বিজেপি প্রার্থীরা অনেকটা এগিয়ে আছেন বলে জানা যাচ্ছে। যদিও ভোট গণনা শেষ হতে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে। কংগ্রেসের সমর্থকরা মনে করছেন যে কোনও মুহূর্তে এই তিন রাজ্যে হাত সমর্থকরা ম্যাজিক দেখাতে পারেন। তেলেঙ্গানা নিয়ে অবশ্য স্বস্তিতে রয়েছেন রাহুল-সোনিয়ারা।

দুপুর ১২টা পর্যন্ত গণনার নিরিখে কে এগিয়ে কে পিছিয়ে?

মধ্যপ্রদেশে ১৬১ টি আসনে এগিয়ে ভারতীয় জনতা পার্টি, ৬৬ আসনে এগিয়ে জাতীয় কংগ্রেস। সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার ১১৬ যা অনেক পার করে গেছে গেরুয়া শিবির।

রাজস্থানে ম্যাজিক ফিগার ১০০। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি এগিয়ে রয়েছে ১১৩টি আসনে, কংগ্রেস ৭১ আসনে এগিয়ে রয়েছে।

সকাল থেকেই ছত্তিশগড়ে কংগ্রেস বনাম বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলেছে । তবে শেষ খবর পাওয়া অনুযায়ী কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপি অনেকটাই এগিয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি ৫৪ আসনে এবং কংগ্রেস ৩৪ টি আসনে এগিয়ে রয়েছে। ছত্তিশগড়ে সরকার গড়তে প্রয়োজন ৬০ আসনের সংখ্যা গরিষ্ঠতা।

তেলেঙ্গানায় কার্যত সরকার গড়ার পথেই এগোচ্ছে কংগ্রেস। অন্তত এখনও পর্যন্ত গণনায় সেই ট্রেন্ড চলছে। ৬৫ আসনে এগিয়ে কংগ্রেস, ৩৯টি আসনে এগিয়ে দ্বিতীয় স্থানে BRS। এই বিধানসভায় ম্যাজিক ফিগার ৬০।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version