তৃতীয় লিঙ্গের এক অধ্যাপিকা শরীরে অস্ত্রোপচারের জন্য চিকিৎসকের সময় পেতে অনলাইনে টাকা দিয়েছিলেন। তারপর কয়েকটি বিষয় জানার জন্য সংশ্লিষ্ট হাসপাতালের ওয়েবসাইট খুলে সে বিষয়ে খোঁজখবর করেন। সেই কাজের জন্য কিছু ব্যক্তিগত তথ্য তিনি ওয়েবসাইটে দেন। তারপর একটি ফোন আসে তাঁর কাছে।
এক ব্যক্তি ফোনে বলেন, চিকিৎসকের অ্যাপয়ন্টমেন্ট সংক্রান্ত একটি পেজ তৈরি আছে। সেটি অধ্যাপিকার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। তাতে থাকা লিঙ্কে ক্লিক করে নাম-ঠিকানা ইত্যাদি জানান। অধ্যাপিকা ক্লিক করেন লিঙ্কে। তার কিছুক্ষণের মধ্যে তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় প্রায় পাঁচ হাজার টাকা।
তিনি আগে অচিন্ত্য দাস নামে পরিচিত ছিলেন। পরে লিঙ্গ পরিবর্তন করে অপরাজিতা দাস হয়েছেন। শরীরে অস্ত্রোপচারের জন্য গত ২৮ নভেম্বর অনলাইনে মুম্বইয়ের এক সার্জেন্ট-চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন অপরাজিতাদেবী। বুকিং-এর পর অনলাইনে ৫০০ টাকা দেন। ওই চিকিৎসক কলকাতার শ্যামবাজারের একটি বেসরকারি হাসপাতালে প্রতি মাসে একদিন চিকিৎসা করেন।