Sunday, November 9, 2025

মণিপুরের হিংসা কিছুতেই বন্ধ হচ্ছে না। সোমবার বিকেলে টেংনুপাল জেলায় নতুন করে হিংসার শিকার হলেন কমপক্ষে ১৩ জন। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন দুপুরের দিকে টেংনোপাল জেলার সাইবোলের কাছে লেইথু গ্রামে দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধেছিল বলে খবর রয়েছে তাদের কাছে। ব্যাপক গুলির লড়াই চলে। এই এলাকা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ছিল নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা বাহিনীর কর্তারা বলেছেন যে, দুপুরের দিকে, লেইথুতে জঙ্গিদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। টেংনুপাল জেলার সাইবোলের কাছে এই গ্রাম। আমাদের বাহিনী ঢুকে যায় এবং সেখানে পৌঁছে, তারা লেইথু গ্রামে ১৩ টি মৃতদেহ দেখতে পায়। বাহিনী মৃতদেহের পাশে কোনও অস্ত্র খুঁজে পায়নি।অফিসাররা জানিয়েছেন, মৃতরা লেইথু এলাকার নয় এবং অন্য জায়গা থেকে আসার পরে তারা একটি পৃথক গ্রুপের সাথে অগ্নিসংযোগে লিপ্ত হয়েছিল।পুলিশ বা নিরাপত্তা বাহিনী নিহতদের পরিচয় নিশ্চিত করেনি।

অফিসার জানিয়েছেন,“পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তারা বিষয়টি তদন্ত করবে।” মণিপুর ৩ মে থেকে মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষে বিপর্যস্ত। সংঘর্ষে কমপক্ষে ১৮২ জন নিহত এবং প্রায় ৫০ হাজার গৃহহীন হয়েছে।নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছে, সাইবোল থেকে ১০ কিলোমিটার উত্তরপশ্চিমে এক এলাকায় মৃতদেহগুলি পাওয়া গিয়েছে। ওই এলাকায় এর আগে পর্যন্ত কোনও হিংসার ঘটনা ঘটেনি। তবে, সাইবোলে অতি সম্প্রতি অসম রাইফেলসের একটি টহলদারি গাড়ির উপর আইইডি হামলা করা হয়েছিল। ওই ঘটনায় যদিও দুই জওয়ান সামান্য আঘাত পেয়েছিলেন, বাকিরা অক্ষতই ছিলেন।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version