টি-শার্টে আপ.ত্তিকর লেখা! শুভেন্দুর বি.রুদ্ধে থানার অ.ভিযোগ চন্দ্রিমার

টি-শার্টে আপত্তিকর কথা লিখে বাংলার মানুষকে অপমান করা হয়েছে। অশালীন কটুক্তিতে সম্মানহানি হয়েছে মুখ্যমন্ত্রীরও!

টি-শার্টে আপত্তিকর লেখা! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানার অভিযোগ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কের বিরুদ্ধে ময়দান ও হেয়ার স্ট্রিট থানার অভিযোগ দায়ের করলেন মন্ত্রী। তাঁর বক্তব্য, টি-শার্টে আপত্তিকর কথা লিখে বাংলার মানুষকে অপমান করা হয়েছে। অশালীন কটুক্তিতে সম্মানহানি হয়েছে মুখ্যমন্ত্রীরও!

চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে টি-শার্টে অবমাননাকর ও কুরুচিকর লেখা গোটা রাজ্যের তথা রাজ্যবাসীর সম্মানে আঘাত করে। পুলিশের কাছে লিখিত অভিযোগে তাঁর বক্তব্য, বিধায়করা কীভাবে এই ধরনের লেখা-সহ টি শার্ট গায়ে চাপালেন, তা ভেবে আমি আশ্চর্য হচ্ছি। এটি একটি অপরাধমূলক কাজ এবং ফৌজদারি আইন অনুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। মুখ্যমন্ত্রীর পদকে অসম্মান করা হয়েছে এবং এটি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। এই টি-শার্টের ঘটনায় এফআইআর দায়ের করার এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানান মন্ত্রী।

আরও পড়ুন- পোস্ট অফিস বিল: কেন্দ্রের বি.রুদ্ধে নজরদারির অ.ভিযোগ তুললেন সুখেন্দুশেখর রায়

Previous articleপোস্ট অফিস বিল: কেন্দ্রের বি.রুদ্ধে নজরদারির অ.ভিযোগ তুললেন সুখেন্দুশেখর রায়
Next articleডোম সম্প্রদায়কে নতুন নামে পরিচিত করতে চান মুখ্যমন্ত্রী