Monday, August 25, 2025

র‌্যাগিং ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্মৃতি ইরানিকে চিঠি তৃণমূল সাংসদের

Date:

র‌্যাগিং নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং নারী ও শিশু কল্যাণ স্মৃতি ইরানিকে সোমবার চিঠি দিলেন তৃণমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার। দেশের বিভিন্ন জায়গায় যেভাবে নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে র‌্যাগিং বাড়ছে, তার শেষ দেখতে চায় তৃণমূল নেতৃত্ব। দুই কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লেখার পাশাপাশি এদিন বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকেও র‌্যাগিং-এর ইস্যুটি তুলে ধরেন কাকলি। অবিলম্বে র‌্যাগিং-এর বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রীর কড়া হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। অন্যদিকে, বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকে কাকলি ঘোষদস্তিদারের বক্তব্য শুনে সহমত হয়েছেন অন্য দলের সাংসদরাও।

কেন্দ্রীয় মন্ত্রীদের তিনি জানিয়েছেন, রাগিং-এর ফলে যে মানসিক চাপ তৈরি হচ্ছে, তা সারা জীবন বহন করতে হচ্ছে পড়ুয়াদের। জানা গিয়েছে, স্পিকার ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে র‌্যাগিং নিয়ে আলোচনার দাবিতে নোটিশ দেওয়ার পরামর্শ দেন। উল্লেখ্য, রাগিং নিয়ে আলোচনার দাবিতে ইতিমধ্যেই নোটিশ দিয়েছেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় এবং কাকলি ঘোষদস্তিদার। র‌্যাগিং প্রসঙ্গে কাকলি ঘোষদস্তিদারের বক্তব্য, “এটা কোনও রাজনৈতিক দলের ব্যাপার নয়। সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থার বিষয়। এটা নিয়ে দ্রুত পদক্ষেপ করা উচিত।” জানা গিয়েছে স্মৃতি ইরানি,কাকলিকে জানিয়েছেন, চিঠি পেলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version