Sunday, November 16, 2025

২৪ ডিসেম্বর নি.র্বিঘ্নে টেট শেষ করতে তৎপর প্রশাসন, থাকছে ক.ড়া নিরাপত্তা-বাড়তি বাস

Date:

আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। ওই দিন কয়েকটি সংগঠন ময়দানে গীতাপাঠের কর্মসূচি নিয়েছে। যেখানে আমন্ত্রিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর মত তাবড় ভিভিআইপিরা। শেষ পর্যন্ত তাঁরা ওই কর্মসূচিতে যোগ দেবেন কি না তা এখনও স্পষ্ট নয়। তবে ওই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে পরীক্ষার্থীরা কোনওরকম অসুবিধার সম্মুখীন না হন সেদিকে কড়া দৃষ্টি রাখছে রাজ্য সরকার।

এই বিষয়টিই নিয়ে আলোচনা করতে বুধবার নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজ্য জুড়ে সব কেন্দ্রেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পরীক্ষার্থীদের যাতে কেন্দ্রে আসতে অসুবিধা না হয়, তার জন্য অতিরিক্ত বাসের ব্যবস্থা করতে পরিবহণ দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। বেসরকারি পরিবহণ সংস্থাগুলিকেও বাড়তি যানবাহন নামানোর আবেদন করতে বলা হয়েছে। রেল কর্তৃপক্ষকেও উপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রের আশপাশে কোনও জেরক্স দোকান খোলা থাকবে না। পরীক্ষার্থীরা নিতে পারবেন না মোবাইল।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্কুল শিক্ষা, পরিবহণ, পূর্ত দফতরের কর্তারা। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ ভিআইপিরা এলে তাঁদের নিরাপত্তা রক্ষা করে কীভাবে সুষ্ঠু পরীক্ষার আয়োজন করা যায় সে-বিষয়েও এদিন আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৪ ডিসেম্বর করা হয়েছে। তিন লক্ষের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় বসতে চলেছেন।

আরও পড়ুন- ভুয়ো জব কার্ড প্রসঙ্গে সাধ্বীর ‘ডিগবাজি’! ‘হাস্যকর’, বললেন সুদীপ

Related articles

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...
Exit mobile version