Wednesday, November 12, 2025

বীভ*ৎস নারীনি*র্যাতন! ই*হুদি বলেই চুপ?- রাষ্ট্রসঙ্ঘকে তো*প নেতানিয়াহুর

Date:

ইজরায়েলে সংঘর্ষ বিরতির পর একে একে পণবন্দিরা (Hostage) মুক্তি পেয়েছে। বন্দিমুক্তির পর থেকেই প্রকাশ্যে এসেছে বন্দিদের ওপর হামাস (Hamas) জঙ্গিদের অত্যাচারের ছবি। সেই অত্যাচারের শিকার সবথেকে বেশি শিশু ও নারীরা। বিভিন্ন ক্ষেত্রে সেই পাশবিক ছবি দেখে শিউরে উঠছে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে রাষ্ট্রসঙ্ঘ (United Nations) তথা বিশ্বের নারী অধিকার রক্ষার সংগঠনগুলিকে এক হাত নিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। তাঁর অভিযোগ, এই পরিস্থিতিতে ইজরায়েলের মানুষের জন্য একেবারেই সরব হচ্ছে না রাষ্ট্রসঙ্ঘ বা মানবাধিকার সংগঠনগুলি।

মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে হামাস জঙ্গিদের বর্বরতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, “আমি শুনেছি কীভাবে এখনও শিশুরা ঘুমের মধ্যে শিউরে উঠছে নিজেদের প্রিয়জনের পণবন্দি হয়ে আটকে থাকার কথা মনে করে। আপনাদের মতো আমিও শুনেছি যৌন নিগ্রহ (Sexual mutilation) এবং নারকীয় অত্যাচার (Unparallelly brutality) করে ধর্ষণের ঘটনাগুলি। কিন্তু কিছুদিন আগে পর্যন্তও মানবাধিকার সংগঠনগুলির পক্ষ থেকে আমি কিছু শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না মহিলা সংগঠনগুলির পক্ষ থেকে। শুনতে পাচ্ছি না রাষ্ট্রসঙ্ঘের কথা। তাদের কাঁদতে শোনা যাচ্ছে না।”

এরপরই রাষ্ট্রসঙ্ঘের পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ইহুদি (Jew) হওয়ার কারণেই কী চুপ করে রয়েছে রাষ্ট্রসঙ্ঘ? এরপরই তিনি আবেদন করেন, যারা দ্রুত এই যুদ্ধের অবসান চান তাঁরা যেন ইজরায়েলের পাশে দাঁড়ান। হামাস জঙ্গি সংগঠনকে সমূলে নিঃশেষ করতে ইজরায়েলের সমর্থনে থাকেন। সব সভ্য দেশ, প্রশাসন, নেতাকে তাঁর পাশে দাঁড়ানোর আবেদন করেন।

যদিও বুধবারও ইজরায়েলে সংঘর্ষের পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। দক্ষিণ গাজার (Gaza) খান ইউনিস এলাকায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি সেনা। স্থানীয় বাসিন্দারা এখনও প্রাণ বাঁচাতে পালাচ্ছেন পশ্চিমের দিকে। উত্তর গাজা দখলের পর দক্ষিণের দিকে সেনা যত এগোচ্ছে তত সাধারণ মানুষের আশ্রয় শিবিরের সংখ্যা কমে যাচ্ছে। অন্যদিকে ইজরায়েল সেনার দাবি ১০০-র বেশি টার্গেটে হামলা চালিয়েছে যার মধ্যে একটি স্কুলের কাছে একটি জঙ্গি ডেরাও রয়েছে। তবে নেতানিয়াহুর রাষ্ট্রসঙ্ঘের প্রতি বার্তার পর আন্দাজ করা যায় যথাযথ প্রত্যুত্তর না দেওয়া পর্যন্ত থামবে না ইজরায়েলি সেনা।

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version