Sunday, August 24, 2025

বেঙ্গালুরুর পর এবার দিল্লি পাবলিক স্কুলে বো.মাতঙ্ক! চলছে জোর ত.ল্লাশি

Date:

বেঙ্গালুরুর (Bengaluru) পর এবার জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। এবার উপত্যকার স্কুলে বোমাতঙ্কের (Bomb) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে জম্মুর দিল্লি পাবলিক স্কুলে (Delhi Public School) এমন খবর ছড়িয়ে পড়তেই হুলস্থূল বেঁধে যায়। পুলিশ সূত্রে খবর, এদিন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে স্কুলে বোমা রাখা আছে বলে জানায়। এরপরই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে জম্মুর এই হাই প্রোফাইল স্কুলে।

তবে ফোন আসতেই স্কুল থেকে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক-অশিক্ষক কর্মীদের বের করে দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড (Bomb Squad) এবং সেনা পুলিশ। স্কুলের ভিতর ও বাইরে জোরকদমে চলছে তল্লাশি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত স্কুলে কিছুই পাওয়া যায়নি। তবে যে ফোন নম্বর থেকে এই হুমকি ফোন এসেছে সেই নম্বরটির সূত্র ধরে তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। তবে এদিনের ঘটনাকে কেন্দ্র করে পড়ুয়া থেকে শিক্ষক ও অভিভাবক সকলের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হুমকিটি ভুয়ো কী না তা খতিয়ে দেখতে একপ্রকার চিরুনি তল্লাশি চালাচ্ছে জম্মু ও কাশ্মীর পুলিশ। এদিন স্কুলের ভিতরে ও বাইরে স্নিফার ডগ এবং মাইন ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়। একটি একটি করে শ্রেণিকক্ষে তল্লাশি চালিয়ে সেখানে বোমা না পেয়ে পরে ছাত্রছাত্রীদের সেই ক্লাসরুমে বসানো হয়। অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষ খবর দেয় অভিভাবকদেরও। তাঁদের আতঙ্কিত হতে বারণ করা হয়।

উল্লেখ্য, দিনকয়েক আগেই বেঙ্গালুরুর কমপক্ষে ৫৫ স্কুলে একসঙ্গে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, কোনও স্কুলেই কোনও বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি।

 

 

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version