Wednesday, November 12, 2025

বেঙ্গালুরুর পর এবার দিল্লি পাবলিক স্কুলে বো.মাতঙ্ক! চলছে জোর ত.ল্লাশি

Date:

বেঙ্গালুরুর (Bengaluru) পর এবার জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। এবার উপত্যকার স্কুলে বোমাতঙ্কের (Bomb) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে জম্মুর দিল্লি পাবলিক স্কুলে (Delhi Public School) এমন খবর ছড়িয়ে পড়তেই হুলস্থূল বেঁধে যায়। পুলিশ সূত্রে খবর, এদিন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে স্কুলে বোমা রাখা আছে বলে জানায়। এরপরই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে জম্মুর এই হাই প্রোফাইল স্কুলে।

তবে ফোন আসতেই স্কুল থেকে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক-অশিক্ষক কর্মীদের বের করে দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড (Bomb Squad) এবং সেনা পুলিশ। স্কুলের ভিতর ও বাইরে জোরকদমে চলছে তল্লাশি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত স্কুলে কিছুই পাওয়া যায়নি। তবে যে ফোন নম্বর থেকে এই হুমকি ফোন এসেছে সেই নম্বরটির সূত্র ধরে তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। তবে এদিনের ঘটনাকে কেন্দ্র করে পড়ুয়া থেকে শিক্ষক ও অভিভাবক সকলের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হুমকিটি ভুয়ো কী না তা খতিয়ে দেখতে একপ্রকার চিরুনি তল্লাশি চালাচ্ছে জম্মু ও কাশ্মীর পুলিশ। এদিন স্কুলের ভিতরে ও বাইরে স্নিফার ডগ এবং মাইন ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়। একটি একটি করে শ্রেণিকক্ষে তল্লাশি চালিয়ে সেখানে বোমা না পেয়ে পরে ছাত্রছাত্রীদের সেই ক্লাসরুমে বসানো হয়। অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষ খবর দেয় অভিভাবকদেরও। তাঁদের আতঙ্কিত হতে বারণ করা হয়।

উল্লেখ্য, দিনকয়েক আগেই বেঙ্গালুরুর কমপক্ষে ৫৫ স্কুলে একসঙ্গে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, কোনও স্কুলেই কোনও বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি।

 

 

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version