প্রাপ্য টাকা আটকে রেখে কেন্দ্রের বুজরুকি। এখনও রাজ্যের একশো দিনের কাজের টাকা, আবাস প্রকল্পের টাকা বকেয়া রেখেছে কেন্দ্র। টাকা মেটানোর দাবি নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের নিয়মিত চিঠি চালাচালি হচ্ছে। তবে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই এখনও মেলেনি। এরই মধ্যে ওই সব কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে ফের বাংলায় আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।
প্রশাসনিক সূত্রে খবর, চলতি মাসেই বাংলায় আসতে চলেছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। যদিও কবে তাঁরা আসছেন, সেই বিষয়টি এখনও স্পষ্টভাবে জানা যায়নি। বাংলার একাধিক রাজ্যের বাস্তব চিত্র ঘুরে দেখার কথা রয়েছে কেন্দ্রীয় টিমের। সব মিলিয়ে মোট চারদিন বাংলার বিভিন্ন প্রান্তের কাজকর্ম খতিয়ে দেখার কথা রয়েছে তাঁদের।