Thursday, August 21, 2025

নির্বাচনের ফলাফলে ‘ভরাডুবি’! ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন কমল নাথ

Date:

মধ্য প্রদেশে (Madhya Pradesh) বিজেপির (BJP) কাছে ধাক্কা খেয়েছে হাত শিবির। দলের এই পরাজয়ের দায় মাথা পেতে নিয়েছেন কংগ্রেস (Congress) হাইকম্যান্ড। আর হারের পরই এবার চরম সিদ্ধান্ত নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ (Kamal Nath)। সূত্রের খবর, ব্যর্থতার দায় মাথায় নিয়ে এবার মধ্য প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। এমনই শোনা যাচ্ছে দলের অন্দরে কান পাতলেই।

উল্লেখ্য, মঙ্গলবারই দিল্লিতে দলের হাইকম্যান্ডের সঙ্গে দেখা করেন মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গেও দেখা করেন তিনি। সূত্রের খবর, খাড়গের কাছেই মধ্য প্রদেশের জন্য নতুন রাজ্য সভাপতি খুঁজে নেওয়ার কথা জানিয়েছেন কমল নাথ। সূত্রের খবর, বুধবারই তিনি সভাপতি পদ থেকে ইস্তফা দিতে পারেন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? জানা যাচ্ছে, দলের শীর্ষ নেতৃত্ব কমল নাথের উপরে বেজায় চটেছেন। আসন ভাগাভাগি নিয়ে সম্প্রতি প্রবীণ কংগ্রেস নেতা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার সহ ইন্ডিয়া জোটের একাধিক শরিকের সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, তাতেই অসন্তুষ্ট কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আর তার জেরেই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

২৩০ আসন বিশিষ্ট মধ্য প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ১৬৩টি আসন পেয়েছে। সেখানেই কংগ্রেস পেয়েছে মাত্র ৬৬টি আসন। তবে দলের এই পরাজয়ে কর্মীদের আশাহত না হয়ে, আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন কমল নাথ। তবে কমল নাথ দায়িত্ব ছাড়লে তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে তা একজন জানা যায়নি।

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version