Saturday, August 23, 2025

সুখদেব সিং গোগামেদিকে খু.নের জেরে অ.শান্ত মরুরাজ্য! ১২ ঘণ্টা বনধের ডাক করনি সেনার

Date:

দিনকয়েক আগেই পালাবদল হয়েছে রাজস্থানে (Rajasthan)। এখনও পর্যন্ত সরকার গঠন করতে পারেনি বিজেপি (BJP)। আর তার মধ্যেই ঘটে গেল হাড়হিম করা ঘটনা। মঙ্গলবার সোজা বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় রাষ্ট্রীয় রাজপুত করনি সেনা প্রধান (Karni Sena Chief) সুখদেব সিং গোগামেদিকে (Sukhdev Singh Gogamedi)। খবর সামনে আসতেই বিক্ষোভের আগুন জ্বলছে মরুরাজ্য রাজস্থানে। দুর্ঘটনার জেরে বুধবার ১২ ঘণ্টা রাজস্থান বনধের ডাক দিয়েছে করনি সেনা। বনধে সমর্থন জানিয়েছে অন্যান্য সম্প্রদায়ও। এদিকে রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার তরফে জানানো হয়েছে, গোগোমেদির খুনের তদন্তের দাবিতেই এদিন রাজস্থান জুড়ে বনধের ডাক দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাজস্থানের জয়পুরে কারনি সেনার প্রধানের বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে খুন করে চার সশস্ত্র দুষ্কৃতী। ইতিমধ্যেই খুনের দায় স্বীকার করে নিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। সূত্রের খবর, কিছুদিন আগেই করনি সেনার প্রধান সুখদেব সিং গোগামেদিকে খুনের হুমকি দিয়েছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য সম্পত নেহরা। এরপর পুলিশের কাছে অভিযোগও আনান গোগামেদি। এরপরই মঙ্গলবার ঘটে গেল ভয়ঙ্কর হত্যালীলা। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নিহত নেতার সামনে বসে রয়েছে কয়েক জন দুষ্কৃতী। গোগামেদি যখন নিজের ফোন দেখতে ব্যস্ত, সেই সময় হঠাৎই উঠে দাঁড়িয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা।

পুলিশের তরফে জানানো হয়েছে, গোগামেদিকে লক্ষ্য করে মোট ৫টি গুলি চালানো হয়। করনি সেনার নরমপন্থী গোষ্ঠীর নেতা হিসাবে পরিচিত ছিলেন গোগামেদি। এদিকে মঙ্গলবার খুনের খবর সামনে আসতেই জয়পুরে পথে নেমে বিক্ষোভ দেখায় করনি সেনার সমর্থকরা।

 

 

 

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version