Saturday, May 3, 2025

সময়ের আগেই প্রতিশ্রুতি পূরণ অভিষেকের, শুরু বার্ধক্যভাতা দেওয়ার প্রক্রিয়া

Date:

মাসের পর মাস বাংলার প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) প্রতিবন্ধকতা সত্ত্বেও একগুচ্ছ মানবিক প্রকল্পকে নিয়মিত চালিয়ে যাচ্ছেন। অবশ্য বার্ধক্য ভাতা না পাওয়ার অভিযোগ উঠেছে অনেক জায়গায়। অভিযোগ সামনে আসার পর বিজয়া সম্মেলনীতে নিজের লোকসভা কেন্দ্রে গিয়ে এই সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তিনি বলেছিলেন রাজ্য সরকারের তরফে এই টাকা দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছে, তবে তৃণমূল (TMC) চেষ্টা করবে যাতে মানুষের পাশে দাঁড়ানো যায়। জানুয়ারি মাস থেকে তিনি ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেও এক মাস আগেই শুরু হয়ে গেল পরিষেবা প্রদান। খুশি ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষ।

নিজের লোকসভা কেন্দ্রে বার্ধক্যভাতা থেকে বঞ্চিত ৭০ হাজার মানুষের সহযোগিতায় তৎপর হলেন অভিষেক। স্বেচ্ছাসেবক নিয়োগ করে শুরু করলেন সবার কাছে বার্ধক্যভাতা পৌঁছে দেওয়ার এক অভিনব উদ্যোগ। ডিসেম্বর মাসের মধ্যে বঞ্চিত সকলের কাছে বার্ধক্যভাতা পৌঁছে দিতে চান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বেসরকারি স্বেচ্ছাসেবকও এই মর্মে নিয়োগ করেছে তিনি।

এই লোকসভা কেন্দ্রে ২০৩টি শিবির করবেন হচ্ছে। বার্ধক্যভাতার আবেদন শিবিরে গ্রহণ করা হচ্ছে। শিবির পর্যন্ত পৌঁছতে অক্ষম হলে স্বেচ্ছাসেবকরা তাঁকে বাড়ি গিয়ে কাগজে সই করাবেন। à§©à§§ ডিসেম্বরের মধ্যে প্রত্যেককে ভাতা পাইয়ে দেওয়ার বিষয়ে আশাবাদী অভিষেক। কেউ ভাতা না পেলে তাঁকে আর্থিক সাহায্য করবেন তিনি এই কথাও বলা হয়। ‘এক ডাকে অভিষেক’ নিজেদের এক্স হ্যান্ডেলে ছবি প্রকাশ করে লেখে, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতায় ওল্ড-পেনশন স্কিমের অধীনে নিবন্ধিত ব্যক্তিদের জন্য ডায়মন্ড হারবারে ক্যাম্প সফলভাবে আয়োজন করা হয়েছিল। তিনি বয়স্ক ব্যক্তিদের সহায়তার মাধ্যমে তার শপথকে বাস্তবে রূপান্তরিত করেছেন, মানবকল্যাণের প্রতি তার দৃঢ় অঙ্গীকার প্রমাণ করেছেন।”


Related articles

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...
Exit mobile version