Wednesday, November 5, 2025

গঙ্গাসাগরের উন্নয়নে কেন্দ্রীয় অনুদানের দাবি! মোদির উপস্থিতিতে রাজ্যসভায় সওয়াল তৃণমূলের

Date:

হাতে আর মাত্র মেরেকেটে মাস দেড়েক বাকি। নতুন বছরের জানুয়ারি মাসেই প্রতিবছরের মতো অনুষ্ঠিত হবে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। ইতিমধ্যে মেলার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। আর এমন আবহে গঙ্গাসাগরের উন্নয়নের জন্য কেন্দ্রীয় অনুদানের দাবি তুলল তৃণমূল কংগ্রেস (TMC)। বৃহস্পতিবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) গঙ্গাসাগরের উন্নতিকল্পে কেন্দ্রীয় অনুদানের দাবি তোলেন।

এদিন সুখেন্দুশেখর জানান, সাগর দ্বীপের যেমন সুন্দর তটভুমি রয়েছে, তেমনই যুগযুগ ধরে বাংলার গঙ্গাসাগর তীর্থক্ষেত্র হিসাবে সারাদেশে জনপ্রিয়। তবে এখানেই এদিন থেমে না থেকে সুখেন্দু শেখর রায় রাজ্যসভায় যুক্তি দিয়ে প্রশ্ন তোলেন, গঙ্গাসাগরকে কেন্দ্রীয় প্রকল্প ‘দর্শন’ বা ‘প্রসাদ’ স্কীমের অন্তর্ভুক্ত করে ‘আধ্যাত্মিক’ বা ‘তটভূমি সার্কিট’ হিসেবে ঘোষণা করা সম্ভব কিনা। তবে উত্তরে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি. কিষণ রেড্ডি জানান, রাজ্য সরকার থেকে এমন প্রস্তাব এলে অবশ্যই বিবেচনা করে অর্থবরাদ্দ করা হবে।

এদিকে রাজ্য প্রশাসন সূত্রের খবর, ইতিমধ্যে গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরের কিছু অংশ সংস্কারের কাজ শুরু হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্দিরে লেগেছে নতুন রঙের ছোঁয়া। সমুদ্রতটে পাড় বাঁধানোর কাজও শুরু হয়েছে। পাশাপাশি মন্দিরের রাস্তার দু’ধারে থাকা খারাপ আলো সরিয়ে নতুন আলোও বসানো হচ্ছে। এছাড়া মেলা প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। মন্দির চত্বরে তৈরি হচ্ছে পাকা নিকাশি নালা। তবে গঙ্গাসাগর দেশের তীর্থযাত্রীদের কাছে জনপ্রিয় হলেও তার উন্নয়নে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই মোদি সরকারের। আর সেকারণেই গঙ্গাসাগরের মেলার আগে যাতে তীর্থযাত্রীদের কোনওরকম অসুবিধা না হয় সেদিকটি মাথায় রেখেই এবার রাজ্যসভায় গঙ্গাসাগরের উন্নয়নের জন্য কেন্দ্রীয় অনুদানের দাবি জানাল তৃণমূল।

 

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version