Tuesday, August 12, 2025

রাতের শহরে বেআইনি পার্কিংয়ে চাকায় কাঁটা নয়, এবার ফোনে যাবে জরিমানার মেসেজ

Date:

রাতের শহরে যত্রতত্র বেআইনি পার্কিংয়ে রুখতে চাকায় কাঁটা লাগিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিতে এবার বদল হতে চলেছে। এখন থেকে পুরোটাই প্রযুক্তি নির্ভর। জরিমানার মেসেজ সরাসরি চলে যাবে সংশ্লিষ্ট গাড়ির মালিকের মোবাইলে। চলতি ডিসেম্বর থেকেই এই প্রক্রিয়া চালু করতে চলেছে কলকাতা পুরসভা।

সকালের দিকে অবৈধ পার্কিং করলে অবশ্য প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থা আগে থেকেই প্রয়োগ করে পুলিশ। কিন্তু রাতের বেলা বেআইনি পার্কিং আটকানোর দায়িত্ব পুরসভার। নিয়ম করে প্রতি সপ্তাহে পুরসভার পার্কিং বিভাগের অফিসাররা রাতের বেলায অভিযানে বের হন। বেআইনি পার্কিং দেখলেই তাঁরা গাড়ির চাকায় কাঁটা লাগিয়ে দেন। অথবা গাড়ি তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। বেআইনি পার্কিং রুখতে এত ঝক্কি আর পোহাতে চাইছে না পুরসভা।

সূত্রের খবর, ‘কেএমসি এমপ্লয়িজ অ্যাপ’ নামে পুরসভার কর্মচারী ও আধিকারিকদের নিজস্ব একটি অ্যাপ রয়েছে। আধিকারিক ও কর্মীদের কে কবে কোথায় যাচ্ছেন, কতটা কাজ হচ্ছে, কী সমস্যা তৈরি হচ্ছে—এসব বিস্তারিত তথ্য ছবি ও নথি সহ ওই অ্যাপে তুলতে হয়। সেখানেই একটি নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। পুরসভার তথ্যপ্রযুক্তি এবং পার্কিং বিভাগের কর্তারা জানাচ্ছেন, অফিসাররা রাতের দিকে অভিযানে বের হন। তাঁদের কাছে শহরের বিভিন্ন রাস্তার কোথায় পার্কিংয়ের অনুমতি রয়েছে, সেই তালিকা থাকে। কোথাও বেআইনি পার্কিং হয়েছে বলে মনে হলে অনলাইনে সেই গাড়ির নম্বর দিয়ে দেখে নেওয়া যাবে, রাতের পার্কিংয়ের ওই গাড়ির অনুমোদন রয়েছে কি না। কলকাতা পুলিস এবং মোটর ভেহিকলসের সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকবে এই অ্যাপ। ফলে সংশ্লিষ্ট গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য মিলবে সহজেই। বেআইনি পার্কিং হলে সেই গাড়ির মালিকের নম্বরে পৌঁছে যাবে মেসেজ। জরিমানার অঙ্ক ১০০০ টাকা। কোনও রাস্তা পুরসভার পার্কিংয়ের তালিকাভুক্ত না থাকলে সেখানে পার্কিং বেআইনি বলেই ধরা হবে।

আরও পড়ুন:লোকসভায় ঢোকার মুখে চেনা মেজাজে মহুয়া! সাংবাদিকদের প্রশ্নে ‘ইঙ্গিতপূর্ণ’ জবাব তৃণমূল সাংসদের

Related articles

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...

শুল্ক যুদ্ধে বন্ধু চিন! ভারতের থেকে মুখ ফেরানো ট্রাম্পের বড় ঘোষণা

এক সপ্তাহও হয়নি। ভারতের উপর অতিরিক্ত শুল্ক লাগু করেছে আমেরিকা। আগে লাগু করা ২৫ শতাংশ শুল্কের উপর রাশিয়া-বন্ধুত্বের...
Exit mobile version