Saturday, November 8, 2025

রাতের শহরে বেআইনি পার্কিংয়ে চাকায় কাঁটা নয়, এবার ফোনে যাবে জরিমানার মেসেজ

Date:

রাতের শহরে যত্রতত্র বেআইনি পার্কিংয়ে রুখতে চাকায় কাঁটা লাগিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিতে এবার বদল হতে চলেছে। এখন থেকে পুরোটাই প্রযুক্তি নির্ভর। জরিমানার মেসেজ সরাসরি চলে যাবে সংশ্লিষ্ট গাড়ির মালিকের মোবাইলে। চলতি ডিসেম্বর থেকেই এই প্রক্রিয়া চালু করতে চলেছে কলকাতা পুরসভা।

সকালের দিকে অবৈধ পার্কিং করলে অবশ্য প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থা আগে থেকেই প্রয়োগ করে পুলিশ। কিন্তু রাতের বেলা বেআইনি পার্কিং আটকানোর দায়িত্ব পুরসভার। নিয়ম করে প্রতি সপ্তাহে পুরসভার পার্কিং বিভাগের অফিসাররা রাতের বেলায অভিযানে বের হন। বেআইনি পার্কিং দেখলেই তাঁরা গাড়ির চাকায় কাঁটা লাগিয়ে দেন। অথবা গাড়ি তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। বেআইনি পার্কিং রুখতে এত ঝক্কি আর পোহাতে চাইছে না পুরসভা।

সূত্রের খবর, ‘কেএমসি এমপ্লয়িজ অ্যাপ’ নামে পুরসভার কর্মচারী ও আধিকারিকদের নিজস্ব একটি অ্যাপ রয়েছে। আধিকারিক ও কর্মীদের কে কবে কোথায় যাচ্ছেন, কতটা কাজ হচ্ছে, কী সমস্যা তৈরি হচ্ছে—এসব বিস্তারিত তথ্য ছবি ও নথি সহ ওই অ্যাপে তুলতে হয়। সেখানেই একটি নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। পুরসভার তথ্যপ্রযুক্তি এবং পার্কিং বিভাগের কর্তারা জানাচ্ছেন, অফিসাররা রাতের দিকে অভিযানে বের হন। তাঁদের কাছে শহরের বিভিন্ন রাস্তার কোথায় পার্কিংয়ের অনুমতি রয়েছে, সেই তালিকা থাকে। কোথাও বেআইনি পার্কিং হয়েছে বলে মনে হলে অনলাইনে সেই গাড়ির নম্বর দিয়ে দেখে নেওয়া যাবে, রাতের পার্কিংয়ের ওই গাড়ির অনুমোদন রয়েছে কি না। কলকাতা পুলিস এবং মোটর ভেহিকলসের সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকবে এই অ্যাপ। ফলে সংশ্লিষ্ট গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য মিলবে সহজেই। বেআইনি পার্কিং হলে সেই গাড়ির মালিকের নম্বরে পৌঁছে যাবে মেসেজ। জরিমানার অঙ্ক ১০০০ টাকা। কোনও রাস্তা পুরসভার পার্কিংয়ের তালিকাভুক্ত না থাকলে সেখানে পার্কিং বেআইনি বলেই ধরা হবে।

আরও পড়ুন:লোকসভায় ঢোকার মুখে চেনা মেজাজে মহুয়া! সাংবাদিকদের প্রশ্নে ‘ইঙ্গিতপূর্ণ’ জবাব তৃণমূল সাংসদের

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version