Thursday, August 21, 2025

মমতা-অভিষেক চান চাকরি হোক: চাকরিপ্রার্থীদের আলোচনায় জানালেন কুণাল, সোমে ব্রাত্যর সঙ্গে বৈঠক

Date:

ধর্মতলায় SLST চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চ থেকে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। আগামী সোমবার, বিকেল ৩টে আন্দোলনকারীদের ৭ প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন ব্রাত্য বসু। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান কুণাল। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই চান চাকরি হোক। বিষয়টা অনেক দূর এগিয়েছে। একটু জটে আটকে আছে।

১০০০ দিনে পড়ল SLST চাকরিপ্রার্থীদের ধর্না। দিনের শুরুতে প্রথমে মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানান ২ চাকরিপ্রার্থী। এরপরেই একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। এর মধ্যেই বেলা সাড়ে তিনটের পরে ধর্না মঞ্চে হাজির হন  তাঁকে দেখেই আন্দোলনকারীরা এগিয়ে আসেন। এঁদের মধ্যেই কেউ কেউ আগেও কুণালের সঙ্গে দেখা করেছেন। বেশ কিছুক্ষণ কথা বলেন তৃণমূল মুখপাত্র। তারপরেই কুণাল জানান, “আজকে কর্মপ্রার্থীরা যোগ্য উপযুক্ত। কোনও এরটি জটিলতার জন্য আটকে আছে। এগোতে এগোতে আদালতের কোনও একটা জায়গায় আটকে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী চান এই চাকরি হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিল জট খুলুক।“ কুণালের কথায়, ‘‘আলোচনা থেকেই সমাধানের পথ আসে। আন্দোলন তো পালিয়ে যাচ্ছে না। গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার সবার রয়েছে।’’

তৃণমূল মুখপাত্র জানান, যে চাকরিপ্রার্থী তাঁর মাথা কামিয়ে ফেলেছেন, সেই রাসমণিকে তিনি চেনেন। একাধিক বার সাক্ষাৎ হয়েছে। ছেলেকে কোলে নিয়ে ওই চাকরিপ্রার্থীর আন্দোলনকে তিনি সম্মান করেন। মাথা মুড়িয়ে ফেলার খবর পেয়ে তিনি দেখা করতে এসেছেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, ‘‘নিয়োগ নিয়ে জট খুলুক। আজ যখন রাসমণি চুল বিসর্জন দিচ্ছেন, তখন মনে হয়েছে অফিসে কথা না বলে ওঁদের সঙ্গে এসে দেখা করে যাই।’’

 

এরপরেই কুণালের সঙ্গে রাসমণি-সহ অন্যান্য চাকরিপ্রার্থীকে বেশ কিছু ক্ষণ বসে কথা বলেন। পরে তৃণমূল মুখপাত্র বলেন, ‘‘জট খুলছে। তবে একটা আঁকশিতে এসে আটকে রয়েছে। সোমবার বিকেলে তাই আলোচনা করার কথা বলেছি।’’

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version