Wednesday, May 7, 2025

মহুয়ার সাংসদপদ খা.রিজ নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তো.প দাগলেন শতাব্দী

Date:

মহুয়া মৈত্রের (Mahuaa Moitra) সাংসদপদ খারিজ নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বীরভূমের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায় (Shatabdi Ray)। শনিবার রামপুরহাট পুরসভায় তৃণমূল ছাত্রপরিষদ এবং যুব তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে সাংসদের বৈঠক ছিল। চব্বিশে লোকসভার আগে নতুন প্রজন্মের সঙ্গে ভাবনা চিন্তা জানান সাংসদ। বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ শতাব্দী বলেন, এথিক্স কমিটিকে দিয়ে কেন্দ্র সরকারের এই অতিসক্রিয়তা সকলের চোখে ধরা পড়েছে। মহুয়া মৈত্র (Mahuaa Moitra)  একজন শক্তিশালী মহিলা। ভালো সাংসদ হিসেবে তাঁর কাজে সকলের নজর কেড়েছিলেন। তাঁর বিরুদ্ধে যে দুজন অভিযোগ এনেছেন, তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন ছিল। কিন্তু একতরফা সিদ্ধান্ত নেওয়া হলো খুবই তাড়াহুড়ো করে। এর আগে অনেক অভিযোগ তো এথিক্স কমিটির কাছে জমা পড়েছে। দীর্ঘদিন তার কোনো শুনানি হয়নি। সেগুলো আগে হওয়া উচিৎ ছিল।

আগেই উত্তরবঙ্গ থেকে শতাব্দী বিষয়ে নিজের বক্তব্য জানিয়েছেন। বলেন, ‘‘মহুয়াকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হয়নি। এক জন মহিলাকে বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যে ভাবে হেনস্থা করল, তাতে গণতন্ত্রকে হত্যা করা হল। দল মহুয়ার পাশে ছিল, আছে। বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতি প্রমাণিত।’’ মহুয়া নিজে বলেন, এথিক্স কমিটি ভাল করে যাচাই না করেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেছে এবং শাস্তি নিশ্চিত করেছে। টাকা নেওয়া বা উপহার নেওয়ার কোনও প্রমাণ নেই কোথাও। তিনি বলেন, ‘‘মোদি সরকার আমাকে চুপ করিয়ে দিতে চাইছে। মহিলা সাংসদকে হেনস্থা করা হচ্ছে। আগামী ছ’মাসও হেনস্থা করা হবে। ’’ মহুয়া কবি সুকান্ত ভট্টাচার্যর ছাড়পত্র থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, “আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই
স্বজন হারানো শ্মশানে তাদের চিতা আমি তুলবোই।”

Related articles

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...
Exit mobile version