Thursday, August 21, 2025

আইনি জটিলতায় ফাঁসলেন তিন বলিউড তারকা (Bollywood Superstar)। গুটখার বিজ্ঞাপন করে বড় বিপাকে শাহরুখ খান (Shahrukh Khan),অজয় দেবগন (Ajay Devgan) এবং অক্ষয় কুমার (Akshay Kumar)। আগে এই সংস্থার বিজ্ঞাপনে অজয়কেই (Ajay Devgan) দেখা যেত, পরবর্তীতে শাহরুখ (Shahrukh Khan)এবং তারপর অক্ষয়কে (Akshay Kumar)দেখা যায়। জনপ্রিয় সুপারস্টারদের এভাবে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক গুটখার মতো তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে দেখে চরম বিরক্ত ভক্তরা। তাঁদের কাজে সমাজে বিরূপ প্রভাব পড়তে পারে বলেই মত বিশিষ্টদের। এবার কেন্দ্রের ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ বড় নোটিশ ধরাল তিন তারকাকে। বেঞ্চের তরফে এই কেসের পরবর্তী শুনানির দিন আগামী বছরের ৯ মে ধার্য করা হয়েছে।

 

তামাকজাত দ্রব্যের বিক্রিতে নিষেধাজ্ঞা না থাকলেও এইসবের বিজ্ঞাপন নিয়ে যথেষ্ট কড়াকড়ি বজায় রাখা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। শাহরুখ- অজয়- অক্ষয় আইন ভঙ্গ করেছেন বলেও অভিযোগ উঠছে। নোটিশ ধরিয়েছে Central Consumer Protection Authority (CCPA)। চলতি বছরের অগস্ট মাসে এলাহাবাদ হাই কোর্টে একটি আবেদন জমা দেন এক আইনজীবী। তিনি বলেন এই ধরণের বিজ্ঞাপনে তারকাদের উপস্থিতি কাম্য নয়, এতে সমাজে কুপ্রভাব পড়বে। অক্টোবর মাসে গোটা বিষয়টি সরকারকে জানান আবেদনকারী আইনজীবী। অবমাননার আবেদনের শুনানির পর কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবকে নোটিশ পাঠায় এলাহাবাদ হাই কোর্ট। শুক্রবার ডেপুটি সলিসিটর জেনারেলের তরফে জানানো হয়, কেন্দ্রীয় সরকারের ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ ইতিমধ্যেই শো কজ নোটিশ পাঠিয়েছে। অন্যদিকে আবার চুক্তি বাতিল করার পরও এখনও কেন তাঁর বিজ্ঞাপন দেখানো হচ্ছে এই প্রশ্ন তুলে গুটখা কোম্পানিকে নোটিশ পাঠিয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version