Thursday, August 21, 2025

সাতসকালে বন্দর এলাকায় মহিলার দে.হ উদ্ধার! কারণ নিয়ে ধোঁ.য়াশা, পলাতক স্বামী

Date:

কলকাতার (Kolkata) দক্ষিণ বন্দর এলাকায় (Port Area) এক মহিলার (Woman) দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা। স্থানীয় সূত্রে খবর, রবিবার ঘরের বিছানায় পড়ে ছিল মহিলার দেহ। স্থানীয়রাই প্রথম দেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন। তবে ঘটনার পর থেকেই পলাতক ওই মহিলার স্বামী (Husband)। আর তার জেরেই মৃত্যুর কারণ নিয়ে দানা বাঁধছে সন্দেহ। স্থানীয় সূত্রে খবর, অঞ্জু আরো নামে ওই মহিলা ডক ইস্ট ইয়ার্ডের এক ঝুপড়িতে থাকতেন। রোজ সকালে আর পাঁচজনের মতো পুরসভার জলের গাড়ি এলে জল নিতে আসতেন। তবে রবিবার সকালে তাঁকে না দেখতে পেয়ে সন্দেহ হওয়ায় অঞ্জুর ঝুপড়ির সামনে গিয়ে ডাকাডাকি শুরু করেন প্রতিবেশীরা। কিন্তু ওই মহিলার সাড়া পাওয়া যায়নি।

এরপরই দরজা ঠেলে ভেতরে ঢুকে স্থানীয়রা দেখেন খাটের ওপর শুয়ে আছেন ওই মহিলা। তবে তিনি যে আর বেঁচে নেই, তা বুঝতে পারেন সকলেই। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দক্ষিণ বন্দর থানায়। এদিকে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয়দের কথায়, বেশ কয়েকবছর আগে ওই ঝুপড়িতে এসে বসবাস শুরু করেছিলেন অঞ্জু। স্বামীর সঙ্গেই থাকতেন তিনি। কিন্তু প্রায়শই স্বামীর সঙ্গে ঝামেলা লেগে থাকত। নানা কারণেই অশান্তি চরমে উঠত। শনিবার রাতেও অঞ্জুর স্বামী বাড়িতে এসেছিল। কিন্তু সকাল থেকেই আর তার খোঁজ মিলছে না। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্থানীয় সূত্রে খবর, বিভিন্ন অপরাধমূলক কাজের জন্য জেলও খেটেছে। অঞ্জুর মৃত্যুর পিছনে তাঁর স্বামীর যোগ আছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি হোমিসাইড বিভাগের সঙ্গেও কথা বলছেন দক্ষিণ বন্দর থানার পুলিশ।

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version