Sunday, November 2, 2025

সাতসকালে বন্দর এলাকায় মহিলার দে.হ উদ্ধার! কারণ নিয়ে ধোঁ.য়াশা, পলাতক স্বামী

Date:

কলকাতার (Kolkata) দক্ষিণ বন্দর এলাকায় (Port Area) এক মহিলার (Woman) দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা। স্থানীয় সূত্রে খবর, রবিবার ঘরের বিছানায় পড়ে ছিল মহিলার দেহ। স্থানীয়রাই প্রথম দেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন। তবে ঘটনার পর থেকেই পলাতক ওই মহিলার স্বামী (Husband)। আর তার জেরেই মৃত্যুর কারণ নিয়ে দানা বাঁধছে সন্দেহ। স্থানীয় সূত্রে খবর, অঞ্জু আরো নামে ওই মহিলা ডক ইস্ট ইয়ার্ডের এক ঝুপড়িতে থাকতেন। রোজ সকালে আর পাঁচজনের মতো পুরসভার জলের গাড়ি এলে জল নিতে আসতেন। তবে রবিবার সকালে তাঁকে না দেখতে পেয়ে সন্দেহ হওয়ায় অঞ্জুর ঝুপড়ির সামনে গিয়ে ডাকাডাকি শুরু করেন প্রতিবেশীরা। কিন্তু ওই মহিলার সাড়া পাওয়া যায়নি।

এরপরই দরজা ঠেলে ভেতরে ঢুকে স্থানীয়রা দেখেন খাটের ওপর শুয়ে আছেন ওই মহিলা। তবে তিনি যে আর বেঁচে নেই, তা বুঝতে পারেন সকলেই। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দক্ষিণ বন্দর থানায়। এদিকে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয়দের কথায়, বেশ কয়েকবছর আগে ওই ঝুপড়িতে এসে বসবাস শুরু করেছিলেন অঞ্জু। স্বামীর সঙ্গেই থাকতেন তিনি। কিন্তু প্রায়শই স্বামীর সঙ্গে ঝামেলা লেগে থাকত। নানা কারণেই অশান্তি চরমে উঠত। শনিবার রাতেও অঞ্জুর স্বামী বাড়িতে এসেছিল। কিন্তু সকাল থেকেই আর তার খোঁজ মিলছে না। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্থানীয় সূত্রে খবর, বিভিন্ন অপরাধমূলক কাজের জন্য জেলও খেটেছে। অঞ্জুর মৃত্যুর পিছনে তাঁর স্বামীর যোগ আছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি হোমিসাইড বিভাগের সঙ্গেও কথা বলছেন দক্ষিণ বন্দর থানার পুলিশ।

 

 

 

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version