Sunday, May 4, 2025

ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে সাত আয়কর দফতরের হানা।সোমবার সকালেই তাঁর ঢাকুরিয়ার আবাসনে অভিযান করে আয়কর দফতরের আধিকারিকরা।সকাল থেকে বাড়িতেই আছেন উৎপলবাবু। জানা গিয়েছে, তাঁর মদের ব্যবসা সংক্রান্ত বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখার পাশাপাশি উৎপলবাবুকেও জিজ্ঞাসাবাদ করছেন আয়কর দফতরের আধিকারিকরা।শুধুমাত্র ঢাকুরিয়াতেই নয়, তার পাশাপাশি কলকাতার বালিগঞ্জ, কাশিপুর সহ একাধিক জায়গায় সকাল থেকে আয়কর হানা চলছে। সবই এই ব্যবসা সংক্রান্ত লেনদেনে আর্থিক গরমিলের অভিযোগে তদন্ত বলেই জানা যাচ্ছে।

আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, বিদেশি মদ ব্যবসায় আর্থিক নয়ছয়ের অভিযোগে আগে থেকেই তদন্তকারীদের স্ক্যানারে ছিলেন প্রাক্তন আইএফএ সচিব। সেই জন্যেই সোমবার ঢাকুরিয়ার সাউথ এন্ডের ফ্ল্যাটে যান আয়কর দফতরের আধিকারিকরা। গোটা ফ্ল্যাট ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর উৎপল গঙ্গোপাধ্যায় ১২ বছর আইএফএ-র সচিব ছিলেন। ২০১৯ সালের মে মাসে তিনি এই পদ থেকে ইস্তফা দেন। ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন থেকে বেরিয়ে শিল্পজগতে যুক্ত হন উৎপল গঙ্গোপাধ্যায়। সোমবার সকাল সাড়ে ৬ টা নাগাদ উৎপলবাবুর ঢাকুরিয়ার সাউথ এন্ডের ফ্ল্যাটে যান আয়কর দফরের আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা ফ্ল্যাট ঘিরে ফেলেন ।

কংগ্রেস সাংসদ ধীরজ প্রসাদ সাহুর সংস্থা বৌধ ডিস্টিলিয়ারিতে তল্লাশি চালিয়ে ৩৫১ কোটি টাকার হদিশ পেয়েছে আয়কর দফতর। ওড়িশার মদ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে কলকাতায়। বালিগঞ্জ, কাশীপুর, লালবাজার স্ট্রিটে হদিশ মিলেছে এই সংস্থার একাধিক অফিস। দেশের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটি ক্ষেত্রে দেশে প্রস্তুত বিদেশি মদ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে লেনদেনের বিষয়ে বেনিয়মের অভিযোগেই তল্লাশি চলছে। উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে সেই সূত্রেই তল্লাশি বলে জানা গিয়েছে।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version