Wednesday, November 5, 2025

২২ বছর পরও নিরাপত্তায় গলদ! অধিবেশন চলাকালীন সংসদের অন্দরে ‘হামলা’, আতঙ্কে সাংসদরা

Date:

সংসদে জঙ্গি হামলার ২২ তম বর্ষপূর্তি আজ। সেই দিনেই সংসদের অন্দরে চলল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হামলা। সংসদের দর্শক আসন থেকে সাংসদদের মধ্যে লাফ দিল ২ জন। জুতোর মধ্য থেকে বের করল কিছু, মুহূর্তের মধ্যে গোটা সংসদ ভবনে ছড়িয়ে পড়ল হলুদ রঙের গ্যাস। বুধবার সংসদের অন্দরে ঘটা এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ালো সাংসদদের মধ্যে। প্রশ্ন উঠল ২২ বছর পরও কীভাবে সংসদের নিরাপত্তায় এমন চরম গাফিলতি?

২০০১ সালের ১৩ ডিসেম্বর পাঁচ লস্কর ও জইশ জঙ্গি ঢুকে পড়েছিল সংসদ চত্বরে। শুরু হয় গুলির লড়াই। জঙ্গিদের নিকেশ করা গেলেও প্রাণ হারান আটজন জওয়ানও। নিহত হন সংসদের এক মালিও। সেই ঘটনাকে স্মরণে রেখে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদি (PM Modi), লোকসভার স্পিকার ওম বিড়লা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেরা। এর ঠিক পর সেই ঘটনারই আতঙ্কের স্মৃতি ফিরে এলো সংসদে। জানা যাচ্ছে, বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। সভায় ওই সময়ে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বক্তৃতা করছিলেন। ঠিক তখনই দর্শকআসন থেকে লাফ দেয় ২ জন। মুহূর্তে আতঙ্ক তৈরি হয় সংসদের অন্দরে। সাংসদেরাও আসন ছেড়ে উঠে পড়েন। হুড়োহুড়ির মাঝে জুতোর মধ্য থেকে কিছু একটা বের করে একজন, মুহূর্তের মধ্যে গোটা সংসদ ভবনে ছড়িয়ে পড়ল হলুদ রঙের গ্যাস। বেশ কিছুক্ষণ এই পরিস্থিতি চলার পর সাংসদরাই ধরে ফেলেন ২ জনকে। ধরা পড়ার পর স্লোগান দিতেও দেখা যায় তাঁদের। পাশাপাশি সংসদের বাইরেও আটক করা হয় ২ জনকে। তাঁরা কারা এবং কীভাবে তাঁরা সংসদের অন্দরে ঢুকে পড়ল তা জানার চেষ্টা চলছে।

এই ধরনের ঘটনায় রীতিমতো আতঙ্কিত তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। তিনি প্রশ্ন তোলেন মোদি সরকারের আমলে সংসদের অন্দরে নিরাপত্তা কোথায়? সংসদের অন্দরে যে গ্যাস ছড়ানো হয়েছে তা বিষাক্ত গ্যাসও হতে পারত। এমনি সময় বিরোধীরা আওয়াজ করলে মার্সাল ডাকা হয়। অথচ এমন ঘটনা ঘটারও পরও কোনও নিরাপত্তারক্ষির টিকি দেখা যায়নি সংসদের ভেতরে। এটাই মোদি জমানার বর্তমান অবস্থা। পাশাপাশি লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী এ প্রসঙ্গে বলেন, “দু’জন গ্যালারি থেকে হঠাৎ ঝাঁপিয়ে পড়েন। তাঁদের হাতে কিছু ছিল। হলুদ রঙের গ্যাস বেরোচ্ছিল তা থেকে। সাংসদেরাই তাঁদের ধরে ফেলেন। পরে নিরাপত্তারক্ষীরা হামলাকারীদের ধরে বার করে আনেন। দুপুর ২টো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করা হয়েছে। ২০০১ সালে সংসদ হামলার ঘটনায় যাঁরা প্রাণ দিয়েছিলেন, আজ তো তাঁদেরও মৃত্যুদিন। একই দিনে আবার সংসদের নিরাপত্তা ভঙ্গ করা হল।”

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “যা ঘটেছে তাঁর গভীর তদন্ত প্রয়োজন। ওখানে যদি দেশের শত্রুপক্ষ ঢুকে থাকে, যারা দেশের ভালো চায় না। তাঁরা ঢুকল কীভাবে? এটা স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যর্থতা। দুষ্কৃতীদের গ্যালারি অবধি পৌছনো কোনও সাধারণ বিষয় নয়। অনেকগুলি নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে ওখানে আসতে হয়। এটা এতটা সহজ বিষয় নয়। ফলে হয় এটা স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা নাহলে স্বরাষ্ট্র মন্ত্রকের সাজানো নাটক। ফলে সুপ্রিম কোর্টের কোনও বিচারককে দিয়ে এই ঘটনা তদন্ত করানো হোক।”

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version