Sunday, May 4, 2025

ব্যবসায়ী সোহরাব আলির বাড়িতে আয়কর হা.না! আসানসোল-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি

Date:

এবার আসানসোলের (Asansol) প্রাক্তন বিধায়কের বাড়িতে হানা দিল আয়কর দফতরের কর্তারা (Income Tax Department)। বুধবার সাতসকালেই কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা সোহরাব আলির (Sohrab Ali) বাড়িতে হানা দেন। তবে শুধু সোহরাব নন, এদিন সকালে বার্নপুরের এক প্রোমোটার ইমতিয়াত আলির বাড়িতেও তল্লাশি অভিযান শুরু করেছেন গোয়েন্দারা। ঠিক কী কারণে তল্লাশি অভিযান (Search Operation) চালানো হচ্ছে তা এখনও জানা যায়নি। তবে কেন্দ্রীয় সংস্থার হানা প্রসঙ্গে সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, এসব করে কিছুই প্রমাণ করা যাবে না। নির্বাচন এগিয়ে আসতেই অবিজেপি রাজ্যগুলিতে মোদি সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে শুধুমাত্র সবাইকে হেনস্থাই করছে।

সূত্রের খবর, এদিন ভোর ৫টা নাগাদ আসানসোলে সোহরাবের দুটি বাড়িতে পৌঁছে গোটা বাড়ি ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি দুটি বাড়িতেই জোরকদমে তল্লাশি অভিযান চালাচ্ছেন আয়কর দফতরের আধকারিকরা। স্থানীয় সূত্রে খবর, হীরাপুরের শেখ আলীর ছেলে সোহরাব আলী। শেখ আলী পেশায় গাড়ির চালক হলেও তাঁর মূল ব্যবসা ছিল লোহার। সেইসূত্র ধরেই সোহরাব আলি লোহার কারবারে নামেন। অভিযোগ, লোহার ব্যবসার আড়ালে ধরমপুরে বেআইনি কাঁটা চালানো,বার্নপুরে রেল ওয়াগেন ব্রেকিং করা, ইস্কো কারখানায় লোহার স্ক্র্যাপের বেআইনি ধান্দা সহ নানা আভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তাঁর এই আর্থিক প্রতিপত্তির হিসাব নিকেশ দেখতেই আয়কর গোয়েন্দাদের হানা বলে মনে করা হচ্ছে।

তবে এদিন শুধু আসানসোলই নয়, দুর্গাপুর, রানিগঞ্জ সহ মোট ৬ থেকে ৭ জায়গায় আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালায় বলে অভিযোগ। এদিন আয়কর দফতরের মোট ৭০ আধিকারিক ১০টি দলে ভাগ হয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে বলে খবর।

 

 

 

Related articles

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংস শিবিরে

বিবিএলের বিধ্বংসী ক্রিকেটার এবার পঞ্জাব কিংসে(PBKS)। গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) পরিবর্তে পঞ্জাব কিংসে এলেন মিচেল ওয়েন(Mitchell Owen)। গত ম্যাচেই...

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...

পহেলগামে গুলির শব্দ শুনেও আসেনি সেনা, বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist attack) ভারতীয় সেনার গাফিলতি স্পষ্ট, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সমীর গুহর স্ত্রী...
Exit mobile version