Tuesday, May 13, 2025

প্রশ্নের মুখে সংসদের নিরা.পত্তা, রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবে I.N.D.I.A জোট!

Date:

Share post:

আট দফা নিরাপত্তাবেষ্টনী টপকে যেভাবে ‘বাইরের লোক’ সংসদে (Parliament) প্রবেশ করে এত বড় কাণ্ড ঘটালো, তাতে প্রশ্ন উঠছে সংসদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। যে ভবনে দেশের ভাগ্য নির্ধারিত হয় সেখানেই যদি সুরক্ষা বলয়ের ত্রুটি থাকে তাহলে দেশের মানুষ নিজেদের নিরাপদ করবেন কীভাবে? এই বিষয়টিকে মাথায় রেখে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর (Draupadi Murmu) দ্বারস্থ হতে চলেছে ইন্ডিয়া (I.N.D.I.A) জোট। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে স্মারকলিপি দেওয়ার ভাবনা চিন্তা করছে ইন্ডিয়া জোট। সংসদে নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে রাষ্ট্রপতির থেকে সময় চাওয়া হবে ইন্ডিয়া জোটের তরফে। তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek o Brayen) জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টায় ইন্ডিয়া জোটের সংসদীয় নেতাদের বৈঠক হবে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) ঘরে। জানা গিয়েছে, সেই বৈঠকেই এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়াও নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে সংসদের উভয়কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিবৃতির দাবি জানাবে ইন্ডিয়া জোট এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করারও ভাবনাচিন্তা চলছে।

ইতিমধ্যে বিষয়টি সম্পর্কে বিশদে জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বুধবার দুপুরেও ইন্ডিয়া জোটের একদফা কৌশল বৈঠক হয়। সংসদে নিরাপত্তার প্রশ্নে একজোট ইন্ডিয়ার অন্তর্ভুক্ত দলগুলি। এমনকি নতুন সংসদ ভবনের অগ্নিনির্বাপক এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লি পুলিশের আধিকারিকরা বলেও জানা গিয়েছে। লোকসভার বুধবারের ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, “সাংবাদিকদের সংসদে ঢুকতে দেওয়া হচ্ছে না। অথচ, বিজেপি সাংসদের দেওয়া পাস নিয়ে সাধারণ ব্যক্তিরা ঢুকে পড়ছেন সংসদ ভবনে।”

spot_img

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...