Saturday, November 8, 2025

শান্তির পক্ষে সওয়াল! রাষ্ট্রসংঘে পাশ গাজায় যু.দ্ধবিরতির প্রস্তাব, ভারত পাশে দাঁড়ালেও বি.রোধিতা আমেরিকার

Date:

যুদ্ধবিরতি শেষের পর ফের নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে হামাস-ইজরায়েলের (Hamas-Israel) মধ্যে। কবে এই যুদ্ধ পাকাপাকিভাবে বন্ধ হবে তা নিয়ে সন্দিহান গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে ফের একবার ইজরায়েলে যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করা হল রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (United Nations General Assembly)। আর সেই প্রস্তাবনায় ‘যুদ্ধবিরতি’র দাবির সপক্ষেই ভোট দিল ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাশ হল একটি খসড়া প্রস্তাব। যেখানে যুদ্ধ থামিয়ে অবিলম্বে গাজায় (Gaza) মানবিকতার কারণে যুদ্ধবিরতির দাবি করা হয়েছে।

উল্লেখ্য, মাসদুয়েক কেটে গেলেও এখনও যুদ্ধ জারি ইজরায়েল-হামাসের মধ্যে। মাঝে এক সপ্তাহের যুদ্ধবিরতি হলেও, ফের যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। এদিকে হামাসের শেষ দেখে ছাড়ার শপথ নিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে যুদ্ধের ভয়াবহতা যত বাড়ছে, ততই উদ্বিগ্ন হয়ে উঠছে অন্যান্য দেশগুলি। এই পরিস্থিতিতে ফের একবার ইজরায়েলে যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করা হল রাষ্ট্রসংঘের সাধারণ সভায়। সেই প্রস্তাবনায় যুদ্ধবিরতির দাবির সপক্ষেই ভোট দিল ভারত (India)। তবে শুধু ভারত নয়, সব মিলিয়ে ১৫৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বলে খবর। অন্যদিকে, ২৩ দেশ ভোট দেয়নি বলেই খবর। বিপক্ষে ভোট দিয়েছে ১০ দেশ। যার মধ্যে রয়েছে আমেরিকাও (America)।

এদিকে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ জানান, ভারত সাধারণ পরিষদের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তিনি আরও জানান, দীর্ঘস্থায়ী মানবিক সংকট ও বিপুল প্রাণহানির সাক্ষী হয়েছে গাজা। এই পরিস্থিতিতে দুতরফের মধ্যে শান্তিপূর্ণ ও মজবুত সমাধান অত্যন্ত প্রয়োজন।

 

 

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version