Sunday, November 9, 2025

হলফনামা ‘না পসন্দ’! সুপারিশপত্র প্র.ত্যাহারে ফের SSC-কে অবস্থান স্পষ্ট করার নির্দেশ হাই কোর্টের

Date:

হলফনামা (Affidavit) পেশ করলেও আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারল না স্কুল সার্ভিস কমিশন (SSC)। সুপারিশপত্র প্রত্যাহারে (Recommendation Letter) কমিশনের অবস্থান কী? সম্প্রতি হলফনামা চেয়ে এসএসির অবস্থান ব্যাখ্যা করতে বলেছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আদালত পরিষ্কারভাবে জানতে চেয়েছিল আদালতের নির্দেশে চাকরি বাতিল হয়েছে? নাকি নিজেরাই অনিয়ম খুঁজে পেয়ে তার প্রেক্ষিতে চাকরি বাতিল করা হয়েছিল? বুধবার সেই রিপোর্ট আদালতে পেশ করা হলে বিচারপতি দেবাংশু বসাক সাফ জানান, কমিশনের হলফনামায় আদালতের প্রশ্নের উত্তর স্পষ্ট নয়।

তবে এদিন বিচারপতি এসএসসিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ফের নতুন করে কমিশনের সব বোর্ড সদস্যদের মিটিং করে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। নাহলে আদালত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিচারপতি আরও জানান, অন্যের ঘাড়ে চেপে না ঘুরে নিজেদের অবস্থান স্পষ্ট করুক কমিশনের বোর্ড সদস্যরা। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে নতুন হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় প্রথম প্যানেলে প্রায় ৯ হাজার প্রার্থী ছিলেন। পাশাপাশি ওয়েটিং-এর তালিকায় ছিলেন আরও ৩ হাজার জন। এই প্রার্থীদের কাউন্সেলিং শুরু করার জন্য স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়। তবে কলকাতা হাই কোর্ট সম্মতি জানালেও এসএসসি জানিয়ে দেয় তারা আপাতত নিয়োগ পত্র দিতে পারবে না।

এরপর গত ১৭ অক্টোবর হাইকোর্টের সেই নির্দেশ মেনে নেয় স্কুল সার্ভিস কমিশন। শুরু হয় কাউন্সেলিং প্রক্রিয়া। এরপরই কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান ৩৫ জন চাকরিপ্রার্থী। শুনানিতে শীর্ষ আদালতে তাঁদের অভিযোগ, এই প্যানেলে স্বচ্ছতার অভাব রয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় প্রথম প্যানেলে যাদের নাম ছিল, নতুন প্যানেলে তাদের অনেকেরই নাম নেই। তাই এই কাউন্সেলিং বন্ধ করতে হবে।

 

 

 

 

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version