Wednesday, August 13, 2025

অভি*যুক্ত নীলম ‘আন্দো*লনজীবী’, সংসদের নিরা*পত্তার ব্য*র্থতা ঢাকতে সাফাই অমিত মালব্যর

Date:

সংসদের নিরাপত্তার বড় গলদ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি শাসিত কেন্দ্র সরকারকে (Central Government)। বুধবার ‘স্মোক ক্যান’ নিয়ে যে ঘটনা ঘটল তাতে সংসদের নিরাপত্তা যে বেআব্রু হয়েছে তা স্পষ্ট। অথচ এই বিষয়ে প্রতিবাদ করতে গেলে সরাসরি বিরোধীদের লোকসভা থেকে বা রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হচ্ছে। দুই হাউস মিলে আজ ১৫ জনকে সাসপেন্ড করার খবর মিলেছে। এর মাঝেই অভিযুক্তদের সঙ্গে বিরোধীদের যোগসূত্র নিয়ে অপপ্রচারে ব্যস্ত বিজেপি নেতারা। ‘সংসদ হামলার’ ২২তম বর্ষপূর্তির দিন ১৩ ডিসেম্বর, সংসদের ভিতরে এবং বাইরে যে চার জন হলুদ ও লাল ধোঁয়া ছড়িয়ে প্রতিবাদ জানান তাঁদের প্রত্যেককেই গ্রেফতার করেছে পুলিশ ৷ এদের মধ্যে বছর ৪২-এর নীলম সিং ওরফে নীলম আজাদকে (Neelam Azad)’আন্দোলনজীবী’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malavya)। এখানেই শেষ নয় নীলমকে ‘ইন্ডিয়া’ জোটের সমর্থক হিসাবেও দাবি করে নিজেদের ব্যর্থতা চাইলেন তিনি।

নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে বিজেপি নেতা অমিত মালব্য লেখেন, সংসদের নিরাপত্তা ভঙ্গকারী মহিলা নীলম আজাদ একজন সক্রিয় কংগ্রেস/আইএনডিআই জোট সমর্থক। তিনি একজন আন্দোলনজীবী, যাকে বেশ কয়েকটি বিক্ষোভে দেখা গেছে।প্রশ্ন হল তাদের কে পাঠিয়েছে? কেন তাঁরা মহীশূর থেকে একজন বিজেপি সাংসদের কাছ থেকে সংসদ পাস নেওয়ার জন্য কাউকে বেছে নিল? এমনকি আজমল কাশবের প্রসঙ্গও টেনে এনেছেন তিনি।

এই অভিযোগের তীব্র বিরোধিতা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনিও সমাজমাধ্যমের লেখেন , বিজেপি আইটি সেল মরিয়াভাবে ২টি ঘটনা থেকে মনোযোগ সরাতে চায়: এক, সংসদের নিরাপত্তা লঙ্ঘন হয়েছে। এবং দুই ,অনুপ্রবেশকারীদের সংসদে প্রবেশাধিকার দিয়েছিলেন মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপ সিমহা।

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version