Friday, August 29, 2025

উপত্যকায় পাক মদতপুষ্ট সন্ত্রাস পুরোপুরি ধ্বংসে ব্যর্থ ৩৭০ ধারা প্রত্যাহার: প্রাক্তন সেনাপ্রধান

Date:

জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার কিছু ক্ষেত্রে কার্যকর হয়েছে ঠিকই তবে উপত্যকা থেকে সন্ত্রাস পুরোপুরি নির্মূল করতে ব্যর্থ। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন দেশের প্রাক্তন সেনাপ্রধান বেদ প্রকাশ মালিক। যদিও অদূর ভবিস্যতে বিষয়টি ফলপ্রসূ হতে পারে বলেও আশা প্রকাশ করেন ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় দেশের সেনা প্রধানের দায়িত্ব পালন করা ভিপি মালিক।

সম্প্রতি জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তকে বৈধ বলে জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। এ প্রসঙ্গেই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেশের প্রাক্তন সেনাপ্রধান ভিপি মালিক বলেন, ৩৭০ ধারা প্রত্যাহার জম্মু ও কাশ্মীরের রাজনীতি ও অর্থনীতি এবং বন্ধুত্বপূর্ণ কার্যকলাপের পথ খুলে দিয়েছে। জম্মু কাশ্মীর এখন আমাদের দেশের অন্যান্য অংশের মতোই একটি রাজ্য। আর এর প্রভাব নিশ্চিতভাবে সেখানকার জনগণের উপর পড়বে। এতদিন ধরে জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ একদিকে ভারত সরকার ও অন্যদিকে সন্ত্রাসবাদী সংগঠনগুলির মধ্যবর্তী অংশে বেড়ার মতো অবস্থান করছিল। তবে এখন সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে সমর্থনকারী মানুষের সংখ্যা কমতে শুরু করবে। নিশ্চিত ভাবে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত এইদিক থেকে অত্যন্ত কার্যকর।

তবে উপত্যকায় সন্ত্রাস সম্পূর্ণভাবে নির্মূল করা এতটাও সহজ হবে না বলেই মনে করেন দেশের প্রাক্তন সেনা প্রধান। এ প্রসঙ্গে ভিপি মালিক বলেন, “আমি মনে করি না এই ৩৭০ ধারা প্রত্যাহারের ফলে উপত্যকায় সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মুল হয়ে যাবে, আর কোনও সন্ত্রাসবাদী সংগঠন বা জঙ্গি সেখানে থাকবে না। কারণ পাকিস্তান জম্মু কাশ্মীরের সন্ত্রাসী সংগঠনগুলিকে সমর্থন জারি রেখেছে। যতদিন পাকিস্তানের মদত থাকবে জঙ্গি সংগঠনগুলির মাথার উপর ততদিন উপত্যকা থেকে সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল হবে না।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version