Thursday, December 4, 2025

সংসদে হানাদার: গুরুত্ব সহকারে মন্ত্রীদের বিষয়টি দেখার নির্দেশ মোদির

Date:

‘বজ্র আঁটুনি, ফস্কা গেরো’, সংসদের নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে বুধবার অধিবেশন চলাকালীন তাণ্ডব চালিয়েছে দুই যুবক। এই ঘটনায় গোটা দেশে নিন্দার ঝড় উঠতেই তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। এই ঘটনায় উদ্বিগ্ন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে সিনিয়র মন্ত্রীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, সবাইকে আগাম সতর্কতা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংসদের নিরাপত্তা ইস্যুতে গোটা দেশে যখন নিন্দার ঝড় উঠছে সেই সময় এই ইস্যুতে প্রকাশ্য বিবৃতি না দিলেও সূত্রের খবর বৃহস্পতিবার সকালে বিষয়টি নিয়ে মন্ত্রীদের কথা বলেন প্রধানমন্ত্রী। যেখানে মোদি বলেন, “আমাদের সকলকে এখন থেকে সাবধানে থাকতে হবে। তবে বিষয়টি নিয়ে কোনওরকম রাজনৈতিক জলঘোলা করার প্রয়োজন নেই। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে সকলকে।” তবে প্রধানমন্ত্রী বার্তা দিলেও উদ্বেগ কাটছে না। কারণ, যার ভিজিটর পাশ ব্যবহার করে সংসদে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে দুইজন তিনি মহিশূরের বিজেপির সাংসদ প্রতাপ সিমহা। এখন প্রশ্ন বিজেপি সাংসদের আত্মীয় হলে কি সংসদের অন্দরে প্রবেশে বিশেষ ছাড় দেওয়া হত? নাহলে স্মোক ক্যান সহ কীভাবে সংসদে প্রবেশ করতে পারে কেউ। যেখানে সাংবাদিকদের খাতা পেন নিয়ে যাওয়ার ক্ষেত্রে সংসদে এত কড়াকড়ি থাকে সেখানে এই ঘটনা নিশ্চিতভাবে প্রশ্ন তুলছে।

উল্লেখ্য, বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। সভায় ওই সময়ে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বক্তৃতা করছিলেন। ঠিক তখনই দর্শকআসন থেকে লাফ দেয় ২ জন। মুহূর্তে আতঙ্ক তৈরি হয় সংসদের অন্দরে। সাংসদেরাও আসন ছেড়ে উঠে পড়েন। হুড়োহুড়ির মাঝে জুতোর মধ্য থেকে কিছু একটা বের করে একজন, মুহূর্তের মধ্যে গোটা সংসদ ভবনে ছড়িয়ে পড়ল হলুদ রঙের গ্যাস। বেশ কিছুক্ষণ এই পরিস্থিতি চলার পর সাংসদরাই ধরে ফেলেন ২ জনকে। ধরা পড়ার পর স্লোগান দিতেও দেখা যায় তাঁদের। অন্য দিকে, পার্লামেন্ট ভবনের বাইরে হলুদ ধোঁয়া নির্গত ‘ক্যান’ নিয়ে প্রতিবাদ করার সময় এক যুবক এবং এক মহিলাকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে নীলমের বয়স ৪২ বছর। অমলের বয়স ২৫। তাঁদের দু’জনকে পরিবহণ ভবনের সামনে আটক করা হয়েছে। এই ঘটনায় নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে ৮ নিরাপত্তারক্ষীকে। এই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Related articles

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...
Exit mobile version