Friday, November 7, 2025

মাছ-মাংস বন্ধের ফতোয়া মধ্যপ্রদেশে, মুখ্যমন্ত্রী পদে এসেই গেরুয়াকরণ!

Date:

কথায় আছে – আপ রুচি খানা। কিন্তু এবার সেই রুচিতেই টান মধ্যপ্রদেশ সরকারের। শপথ নিয়েই রাজ্যবাসীর আমিষ খাবারে লাগাম লাগানোর নির্দেশ মুখ্যমন্ত্রী মোহন যাদবের (Mohan Yadav)। অর্থাৎ ঘর থেকে বেরোলে জনগনের কী কর্তব্য এবার কী তা নিয়ন্ত্রণ করতে চাইছে মোহন যাদব পরিচালিত সরকার? শুক্রবার থেকেই শুরু হবে এই নির্দেশ কার্যকর করার প্রক্রিয়া।

বুধবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। শপথ নেওয়ার পরই প্রথম ক্যাবিনেট বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেই নেওয়ার হয় দুটি সিদ্ধান্ত। প্রথমত, প্রকাশ্য জায়গা বা ধর্মীয়স্থানে লাউড স্পীকার (loud speaker) বাজানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়। পাশাপাশি প্রকাশ্য জায়গায় মাংস (meat) বা ডিম (eggs) বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেওয়া হয়। পুলিশ, খাদ্য দফতর (food department) ও স্থানীয় নগর প্রশাসন এই বিষয়ে প্রচার শুরু করবে। ১৫দিন ধরে চলবে প্রচার। তারপরই এই আইন বলবৎ করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

এর আগে বহুবার বিজেপি (BJP) পরিচালিত রাজ্যগুলিতে আমিষ খাবারের ওপর ফতোয়া জারি নিয়ে উত্তাল হয়েছে দেশের রাজনীতি। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকের মতো রাজ্যে মাংস, বিফের ওপর নিষেধাজ্ঞা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তবে কোথাও পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত এর আগে লাগু হয়নি। আরএসএস সংগঠন থেকে মুখ্যমন্ত্রীর পদে উঠে আসা মোহন যাদবকে নিয়ে বিরোধীরা এমনিতেই বিভিন্ন ধরনের আশঙ্কা প্রকাশ করেছিলেন। এই সিদ্ধান্তে যেন সেই সিদ্ধান্তেই শিলমোহর লাগলো।

অন্যদিকে কংগ্রেসের (Congress) দাবি, রাজ্যে বেকারত্ব দূর করা সরকার ও মুখ্যমন্ত্রীর প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ কর্তব্য হওয়া উচিত ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মোহন যাদবের প্রথম ক্যাবিনেট বৈঠকে সেই বিষয় নিয়ে কোনও আলোচনাই হয়নি।

Related articles

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...
Exit mobile version