Friday, November 14, 2025

ফের সংসদে ঢুকে ঝাঁপ দেবে ২ হানাদার, ঘটনার পুনর্নির্মাণে দিল্লি পুলিশ

Date:

দেশে সংসদ ভবনের নিরাপত্তাকে বুড় আঙুল দেখিয়ে গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে ২ হানাদার। সাগর শর্মা ও মনোরঞ্জন ডি যখন সংসদের ভিতরে তখন বাইরে বিক্ষোভ দেখাচ্ছিল আরও ২ জন নীলম আজাদ এবং অমল শিন্ডে। বুধবার ঘটা সেই ঘটনার এবার পুনর্নিমাণ করতে চলেছে দিল্লি পুলিশ। চার জনকেই আবার সংসদ ভবনে নিয়ে যাওয়া হবে। আবার গ্যালারি থেকে লোকসভার চেম্বারে ঝাঁপ দেবেন দুই যুবক। কী ভাবে তাঁরা রং বোমা নিয়ে লোকসভার মধ্যে প্রবেশ করলেন, কোন নিরাপত্তা ব্যবস্থাকে কী ভাবে এড়িয়ে গেলেন, তা পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।

তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে, ৪ অভিযুক্তকে ইতিমধ্যেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, গুরুগ্রামের একটি বাড়িতে প্রায়ই দেখা করতেন অভিযুক্তেরা। সেখান থেকেই বুধবারের মিশনের পরিকল্পনা করে ৪ জন। ঘটনার পুনর্নির্মাণে গুরুগ্রামের সেই বাড়িতে নিয়ে যাওয়ার পাশাপাশি মুম্বইয়ে যেখান থেকে তাঁরা রং বোমা কিনেছিলেন এবং লখনউতে যেখান থেকে তাঁরা সেই রং বোমা লুকনোর জুতো কিনেছিল সেখানেও নিয়ে যাওয়া হবে অভিযুক্তদের। তবে সংসদে এখন শীতকালীন অধিবেশন চলছে। এর মাঝে ঘটনার পুনর্নিমাণের জন্য ধৃতদের সেখানে নিয়ে গেলে সংসদের কাজে ব্যাঘাত ঘটতে পারে। তাই মনে করা হচ্ছে, আগামী শনিবার অথবা রবিবার সংসদ হানার পুনর্নিমাণ হবে। সে দিন সংসদ ফাঁকা থাকবে।

Related articles

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...
Exit mobile version