ক্রিকেটকে আরও ছোট ফর্ম্যাটে আনতে চলেছে বিসিসিআই। আইপিএলের সাফল্যের পর এই প্রতিযোগিতার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, ২০২৪ সাল থেকে শুরু হতে পারে ক্রিকেটের নতুন টি-১০ প্রতিযোগিতা আনতে চলেছে বিসিসিআই। অর্থাৎ ম্যাচ হবে ১০ ওভারের। বিশ্বকাপ মিটতেই নতুন প্রতিযোগিতার পরিকল্পনায় ব্যস্ত বোর্ড কর্তারা।
সূত্রের খবর,সেপ্টেম্বর-অক্টোবর মাসে হতে পারে বোর্ডের নতুন টি-১০ প্রতিযোগিতা। যদিও নতুন প্রতিযোগিতা শুরু করা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। গোটা বিষয়টি রয়েছে পরিকল্পনার স্তরে। টি-১০ প্রতিযোগিতা নিয়ে আগ্রহ মূলত বোর্ড সচিব জয় শাহ-এর। তিনি নিজেই নতুন প্রতিযোগিতার নকশা তৈরি করছেন বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, আইপিএলের বিপুল অর্থনৈতিক সাফল্য তাঁকে নতুন প্রতিযোগিতা নিয়ে আগ্রহী করে তুলেছে।
সূত্রের খবর, নতুন এই টুর্নামেন্ট নিয়ে ইতিমধ্যেই আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছন বোর্ড সচিব। মনে করা হচ্ছে, সম্মতি পেতে অসুবিধা হবে না। নতুন প্রতিযোগিতায় দল কেনার ক্ষেত্রে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকেই প্রথম সুযোগ দেওয়া হতে পারে।
আরও পড়ুন:অধিনায়ক থেকে সহ-অধিনায়ক হয়ে কী বললেন KKR-ক্রিকেটার নীতিশ রানা?