Tuesday, May 13, 2025

হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে সার্ভিস রিভলবার থেকে গুলি, আত্মঘাতী জিআরপির কনস্টেবল

Date:

এবার চলন্ত হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে চলল গুলি। বর্ধমানে পালসিট স্টেশনের কাছে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন জিআরপির এক কনস্টেবল। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।কোথা থেকে গুলির আওয়াজ এল জানতেই হুড়োহুড়ি পড়ে যায়। কী কারণে এই ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনার সূত্রপাত শুক্রবার বেলা ১ টা নাগাদ।হাওড়াগামী বর্ধমান লোকাল ট্রেনে ঘটনাটি ঘটে। ব্যস্ত সময় হওয়ায় ট্রেনে বেশ ভিড় ছিল। যাত্রীরা নিজেদের জায়গা করতেই ব্যস্ত ছিলেন। এমন সময়েই হঠাৎ গুলির আওয়াজ পাওয়া যায়। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এরপর দেখা যায়, এক যুবক সিটের কোণায় পড়ে রয়েছেন। তাঁর সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। মাথা থেকে চুইয়ে রক্ত পড়ছে। জামাকাপড় রক্তে লাল। এমনকি ট্রেনের মেঝেও রক্ত ভেসে যাচ্ছে। এই দৃশ্য দেখে কয়েকজন মহিলা যাত্রী ভয় পেয়ে চিৎকার শুরু করেন।

রেল সূত্রে জানা গিয়েছে্, মৃতের নাম শুভঙ্কর সাধুখাঁ। বর্ধমানের বড়নীলপুরের বাসিন্দা। এদিন হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন। জানা গিয়েছে, শুভঙ্কর আপ হাওড়া বর্ধমান লোকাল ট্রেনের মহিলা কামরায় কর্তব্যরত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনে ওই যুবকের কাছে একটি ফোন আসে। কথা শেষ করে মোবাইল রাখার কিছুক্ষণের মধ্যেই বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি চালান তিনি। রেলের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন শুভঙ্কর। সেই কারণেই আত্মঘাতী হয়েছেন তিনি।

Related articles

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...

ট্র্যাফিক জরিমানা আদায়ে চালু হচ্ছে সংযোগ পোর্টাল

ট্র্যাফিক জরিমানা আর নগদে নয়। এবার থেকে ডিজিটালি জরিমানা করতে হবে। সেজন্য আগামী ১ জুন থেকে রাজ্যে চালু...
Exit mobile version