প্রোটিয়াদের বিরুদ্ধে ৫ উইকেট কুলদীপের, প্রশংসায় মাতলেন সূর্য

ম‍্যাচ শেষে সূর্য বলেন," কুলদীপ যাদব কখনই খুশি হন না, তিনি সর্বদা ক্ষুধার্ত থাকে। তার জন্মদিনে নিজেকে উপহার দেওয়া ভালো।

0
2

গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় জয় পায় ভারতীয় দল। তিন ম‍্যাচের টি-২০ সিরিজে শেষ ম‍্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে জয় পাওয়ায় সিরিজের ফলাফল ১-১। এই ম‍্যাচে ব‍্যাট হাতে শতরান করেন সূর্যকুমার। ম‍্যাচের সেরা এবং সিরিজ সেরা দুটিই হন তিনি। অপরদাকে বল হাতে পাঁচ উইকেট কুলদীপ যাদবের। ম‍্যাচ শেষে দলের প্রশংসা কলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশেষ করে প্রশংসায় মাতেন কুলদীপ যাদবের।

ম‍্যাচ শেষে সূর্য বলেন,” কুলদীপ যাদব কখনই খুশি হন না, তিনি সর্বদা ক্ষুধার্ত থাকে। তার জন্মদিনে নিজেকে উপহার দেওয়া ভালো। আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ যে আপনি আপনার খেলা জানেন, আমি শুধু মাঠে গিয়ে আমার খেলা উপভোগ করি। ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ।”

এদিকে ম‍্যাচে চোট পান সূর্য। তাঁর ফিটনেস নিয়ে সূর্যকুমার। এই নিয়ে তিনি বলেন,” আমি এখন ভালো আছি, এখন ঠিকমতো হাঁটতে পারছি, তাই সব ঠিক আছে। সেঞ্চুরি করতে সব সময়ই ভালো লাগে, কিন্তু যখন এটা দলকে জিততে সাহায্য করে, তখন আমি আরও খুশি বোধ করি। আমরা নির্ভীক ক্রিকেট খেলতে চেয়েছিলাম, আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম এবং বোলারদের জন্য কিছু রান করতে চেয়েছিলাম, যা তারা রক্ষা করতে পারে। সব ছেলেরা দিনরাত পরিশ্রম করছে। সকলেই মাঠে চরিত্র দেখিয়েছে এটা ভালো বিষয়।”

আরও পড়ুন:ধোনিকে বিশেষ সম্মান বিসিসিআইয়ের, ‘৭’ নম্বর জার্সিতে দেখা যাবে না আর কোন ক্রিকেটারকে