Thursday, August 21, 2025

শাসকদলের কোপের মুখে পড়ে অন্যায় ভাবে সাংসদ পদ হারিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পদ ফেরত পেতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ। তবে আপাতত ঝুলেই রইল মহুয়ার ভাগ্য। কারণ শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সাংসদ পদ খারিজ মামলায় তাঁর পরবর্তী শুনানি হবে আগামী ৩ জানুয়ারি।

লোকসভায় টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় এথিক্স কমিটির প্রস্তাব মেনে বহিষ্কার করা হয় তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রকে। এমনকি আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগও দেওয়া হয়নি তাঁকে। এই ঘটনার পর শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহুয়া। আবেদন জানান দ্রুত শুনানির। যদিও সে আবেদন গ্রাহ্য হয়নি আদালতে। একইসঙ্গে বলা হয় মহুয়া চাইলে প্রধান বিচারপতির দ্বারস্থ হতে পারেন। সেই নির্দেশ মেনে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন মহুয়ার (Mahua Moitra) আইনজীবী অভিষেক মনু সিংভি।

এদিন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মহুয়ার মামলার শুনানি হয়। যেখানে বিচারপতি জানিয়ে দেন, এই মামলা নিয়ে যাবতীয় মন্তব্য আবার পরবর্তী শুনানিতে শোনা হবে। শুক্রবারের পর শীতকালীন ছুটির জন্য বন্ধ হয়ে যাবে সর্বোচ্চ আদালত। ছুটির পর ৩ জানুয়ারি ফের শুনানি হবে মহুয়া মামলার। সব মিলিয়ে এখনই স্বস্তি মিলল না কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদের।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version