Tuesday, May 6, 2025

কেন্দ্রের বি.রুদ্ধে তী.ব্র ক্ষো.ভ, সংসদ ভবনে আ.ত্মহ.ত্যার পরিকল্পনা ছিল সাগরের!

Date:

দেশের সরকার রাষ্ট্র পরিচালনে কতটা ‘ব্যর্থ’ হলে রাজধানীর বুকে এতটা ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায়! সংসদ হামলায় (Attack in Parliament) ধৃতদের যতই জেরা করছেন পুলিশ আধিকারিকরা, ততই অবাক হয়ে যাচ্ছেন। কেন্দ্রের বিজেপি সরকারের (BJP Government) ‘অরাজকতা’, একদল যুবক- যুবতীকে কতটা বেপরোয়া করে তুলতে পারে তার প্রমাণ মিলেছে গত বুধবার। এবার সংসদ হামলার ঘটনায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃত সাগর শর্মার (Sagar Sharma)। দিল্লি পুলিশের (Delhi police) জেলায় সাগর জানিয়েছেন, সংসদের সামনে ‘আত্মহত্যা’র পরিকল্পনা করেছিলেন তাঁরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ (Protest against Central Government) স্বরূপ এই ধরনের পদক্ষেপের কথা চিন্তাভাবনা করা হয়েছিল। সাগরের ডায়েরিতেও এ রকমই ভাবনাচিন্তার উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে।

‘স্মোক ক্যান’ হামলার নেপথ্যে কারা কারা আছেন এবং তাদের আসল উদ্দেশ্য কী ছিল এই নিয়ে তদন্তে দিল্লি পুলিশের গোয়েন্দারা। একনাগাড়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড ললিত ঝায়ের সূত্র ধরে এবার নীলাক্ষর দিকে নজর রাখছে কলকাতা পুলিশও। এরই মাঝে সাগর সর্মার বয়ানে হতবাক পুলিশকর্তারা। ধৃত জানিয়েছেন আসলে সংসদ ভবনের সামনে আত্মহত্যা করার পরিকল্পনা ছিল। অনলাইনে এক ধরনের বিশেষ জেলের অর্ডার দেয়া হয়েছিল যা গায়ে মেখে নিলে আগুন লাগলেও দেহের কোন অংশের ক্ষতি হয় না। সেই কেমিক্যাল ব্যবহার করে নিজেদের গায়ে আগুন ধরানোর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে পেমেন্ট জনিত সমস্যা হওয়ায় দাহ্য পদার্থ কিনতে সক্ষম হননি। ততক্ষণই স্মোক ক্যান কেনা হয়ে গেছিল, তাই হাতে থাকা সেই রং বোমাকেই প্রতিবাদের হাতিয়ার করে তোলেন তাঁরা। এই সব কিছুই করা হয়েছিল মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করার উদ্দেশ্যে। মনিপুর হোক বা মধ্যপ্রদেশ, বিজেপি সরকার যে দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ এবং সাধারণ মানুষকে নিয়ে রীতিমতো ছেলে খেলা চলছে, এই কথাই সকলের সামনে স্পষ্ট করে তুলে ধরতে চেয়েছিল এই তরুণ প্রজন্ম। তার জন্য আত্ম বলিদানের মতো ভয়ংকর সিদ্ধান্ত নিতেও পিছপা হননি তাঁরা। হতবাক পুলিশ কর্তারা!

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version