Monday, May 5, 2025

মুম্বইয়ের থেকে যোগ‍্য সম্মান পাননি রোহিত, রোহিতকে নেতৃত্ব থেকেই সরাতেই ক্ষুব্ধ ভারতের প্রাক্তন কোচ

Date:

গতকাল হঠাৎই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের থেকে সরিয়ে দেওয়া হয় রোহিত শর্মাকে। তার বদলে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় হার্দিক পান্ডিয়ার ওপর। আর এই ঘটনার পর ওনেক মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থক এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। কোনও আগাম ইঙ্গিত ছাড়াই যেভাবে রোহিতকে সরিয়ে দেওয়া হয়েছে তা অনেকেই মানতে পারছেন না। আর এবার সেই তালিকায় যোগ হলেন জন রাইট। যিনি অতীতে মুম্বইয়ের কোচ ছিলেন।

শনিবার এই নিয়ে রাইট বলেন, “মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত যদি নিজের ইচ্ছেয় অধিনায়কত্ব ছাড়ত তা হলেই সেটা যোগ্য ব্যাপার হত। এত বছর ধরে দলটাকে এত কিছু দিয়েছে ও। সব কিছু যেভাবে হঠাৎ করে বদলে গেল তাতে আমি বেশ অবাক।”

গতকাল হঠাৎ নতুন অধিনায়কের নাম ঘোষণা করে মুম্বই ইন্ডিয়ান্স। এই নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়বর্ধনে বলেন, “এটাই মুম্বইয়ের ধরন। এখানে ব্যাটন এক সেরার থেকে আর এক সেরার দিকে যায়। সচিন তেন্ডুলকর থেকে হরভজন সিং হয়ে রিকি পন্টিং, বার বার মুম্বইকে সেরা ক্রিকেটারেরা নেতৃত্ব দিয়েছে। রোহিতও সেটাই করেছে। মুম্বই দলের একটি মতাদর্শ রয়েছে। সেটাই একের পর এক অধিনায়ক বহন করে নিয়ে যায়। এবার সময় হয়েছে হার্দিকের।” তিনি আরও বলেন,” হার্দিকের নেতৃত্বের দিকে তাকিয়ে আছি। ওর অভিজ্ঞতা কম নয়। আমি নিশ্চিত ওর অধীনে মুম্বই আরও শক্তিশালী দল হয়ে উঠবে। সামনের মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামব আমরা।”

এদিকে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করতেই ১ ঘণ্টার মধ্যে চার লাখ ভক্তকে হারাল পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন:ডার্বিতে বড় জয় লাল-হলুদের, মোহনবাগানকে হারালো ৪-০ গোলে

 

 

 

 

 

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version