Saturday, August 23, 2025

শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন এক বিজেপি নেতা। ধৃতের নাম সঞ্জীব দাস। ধৃত ওই বিজেপি নেতা বিজেপির ২নং মন্ডলের দোমহনী ১নং অঞ্চলের অঞ্চল কনভেনার। পেশায় দর্জি সঞ্জীব দাস তার দোকানে এক মহিলার পোষাকের মাপ নিতে গিয়ে ওই মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতকে রবিবারই জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশ।

নির্যাতিতার স্বামী জানান, তার স্ত্রী একটি বিয়েবাড়িতে যোগ দিতে তার বাপের বাড়ি দোমহনীতে গিয়েছিলেন। সেই সময় তার পোষাক তৈরী করতে দিয়েছিলেন অভিযুক্তের কাছে। পরে তার স্ত্রী পোষাক আনতে গেলে পোষাকটি তৈরী হয়নি বলে ফের মাপ নেওয়ার অছিলায় তার স্ত্রীর সাথে অশালীন আচরণ করে তার শ্লীলতাহানি করে। সেই সময় তার স্ত্রী ওই দোকান থেকে বড়িয়ে পাশের একটি দোকানে আশ্রয় নেয় এবং কান্নাকাটি করতে থাকে। তার কান্নাকাটি দেখে আশেপাশের লোকজন সেখানে জড়ো হন। বিষয়টি জানতে পেরে অভিযুক্তের দোকানে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। এরপর নির্যাতিতা গোটা ঘটনাটি লিখিত আকারে ময়নাগুড়ি থানায় লিখিত আকারে দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। এই বিষয়ে ময়নাগুড়ি ১নং ব্লক তৃণমূল সভাপতি মনোজ রায় জানান, বিজেপির এটাই সংস্কৃতি, ওরা নিজেদের লোকদের সাথেও একই রকম আচরণ করে এটা নতুন কিছু বিষয় নয়।

আরও পড়ুন- ভূমধ্যসাগর পেরোতে গিয়ে জাহাজডু.বি, মৃ.ত ৬০

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version