Sunday, August 24, 2025

ফের শহরে ক্যাব চালকের ‘দা.দাগিরি’! ভরসন্ধ্যায় মহিলা যাত্রীর সঙ্গে অ.ভব্য আচরণের অভিযোগ 

Date:

ফের কলকাতায় (Kolkata) ক্যাব চালকের (Cab Driver) দৌরাত্ম্য। এবার এক মহিলা যাত্রীর (Passenger) সঙ্গে অভব্য আচরণের অভিযোগ এক ক্যাব চালকের বিরুদ্ধে। জানা গিয়েছে, শনিবার সন্ধেয় শিয়ালদহ (Sealdah) এলাকা চত্বরে এমন ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি ওই মহিলা যাত্রীকে মারধরেরও অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে।

ঠিক কী ঘটেছিল?

মহিলার অভিযোগ, শনিবার সন্ধেয় দাদা ও ভাইপোর সঙ্গে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। শিয়ালদহ থেকে একটি অ্যাপ ক্যাব বুক করেন ওই মহিলা। এরপর ক্যাবে ওঠার পর থেকেই চালক তাঁকে খারাপ নজরে দেখতে শুরু করে বলে অভিযোগ। এমনকী গাড়ির লুকিং গ্লাস দিয়ে মহিলার দিকে তাকিয়ে ছিল ওই চালক, এমনটাই অভিযোগ। তবে চালকের এমন আচরণে প্রতিবাদ করায় তাঁর দাদার সঙ্গে বচসা বেঁধে যায় ক্যাব চালকের। চলন্ত গাড়িতেই শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। এরপর আচমকাই টাকি হাউস স্কুল এলাকার কাছে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে দেয় অভিযুক্ত। গাড়ি থেকে নেমে পড়ে। তারপর তাঁর দাদাকে ওই চালক বেধড়ক মারধর করে বলে দাবি মহিলার। তবে শুধু দাদাই নয়, ওই মহিলারও গায়ে হাত দেওয়ার অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি নজরে আসতেই  ঘটনাস্থলে আসেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। তখনই অভিযুক্ত ও তার বন্ধুরা চম্পট দেয়। তড়িঘড়ি পালানোর সময় ওই ট্রাফিক পুলিশকে গাড়ি দিয়ে অভিযুক্ত ধাক্কা মেরে পালায় বলে অভিযোগ।

পরে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযুক্ত চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা যাত্রী। অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের খবর। সেই ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তর খোঁজ শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

 

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version