Saturday, August 23, 2025

বারুইপুরে তৃণমূল কর্মীকে পি.টিয়ে খু.ন! সিপিএম-বিজেপিকেই কাঠগড়ায় তুলল পরিবার

Date:

লোকসভা নির্বাচন (Loksabha Election) যত এগিয়ে আসছে রাজ্যে একের পর এক তৃণমূল কর্মী (TMC Leader) খুনের ঘটনা সামনে আসছে। এবার বারুইপুরে (Baruipur) এক তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকার ঘটনা। মৃতের নাম সইদুল আলি শেখ। পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধেয় সইদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। কিন্তু রাত বাড়লেও ছেলে বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে পরিবার। মোবাইল ফোনেও সইদুলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে বাড়ির কাছের এক মাঠে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সইদুলের দেহ।

 

এদিকে সইদুলকে ওই অবস্থায় দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, মৃতের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি ভারী কিছু দিয়ে মারা হয়েছে তাঁকে। মাথাতেও আঘাতের চিহ্ন আছে। তবে ঠিক কীভাবে মৃত্যু হল ওই তৃণমূল কর্মীর তা জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। শনিবার রাত থেকেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১২ জনকে প্রথমে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় আর কারা জড়িত, কেন এভাবে সইদুলকে মারা হল, তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে।

মৃতের পরিবারের অভিযোগ, এলাকায় অনৈতিক কাজের প্রতিবাদ করত সইদুল। তার জন্য আগেও তাঁকে হুমকি দেওয়া হয়েছে। কিন্তু দমে যায়নি সইদুল। এলাকায় বিভিন্ন সমাজবিরোধী কাজের ঘটনা ঘটলেই ছুটে যেতেন তিনি। রুখে দাঁড়াতেন সইদুল। সেই কারণেই খুন হতে হল তাঁকে। সিপিএম ও বিজেপির দিকেই অভিযোগ করছে সইদুলের পরিবারের লোকেরা। পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতার অভিযোগ, এলাকায় সিপিএম ও বিজেপি বিভিন্ন অপকর্ম করত। সইদুল প্রতিবাদ করায় তাঁর সঙ্গে ঝামেলা বাঁধত। ওরাই সরিয়ে দিল সইদুলকে।

 

 

 

 

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version