আদালতে মুখবন্ধ খামে জমা পড়ল জ্ঞানবাপী সমীক্ষার রিপোর্ট

চারমাস পর জ্ঞানবাপী নিয়ে সমীক্ষার রিপোর্ট পেশ করল আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)। সোমবার মুখবন্ধ খামে বারাণসী জেলা আদালতের (Varanasi District Court) বিচারক অজয়কৃষ্ণ বিশ্বেসের কাছে বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্টটি পেশ করা হয়। দুটি মুখবন্ধ খামে রিপোর্ট পেশের পর আদালত ২১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করে।

২০২১ সালে বারাণসীর জ্ঞানবাপীতে মন্দির ধ্বংস করে মসজিদ তৈরির অভিযোগ তুলে মামলা দায়ের হয়। সেই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এএসআই-এর সমীক্ষা, যা বৈজ্ঞানিক ভিত্তিতে (scientific study) ঐতিহাসিক নিদর্শন তুলে ধরবে। কিন্তু একের পর এক আদালতে এএসআই-কে এই সমীক্ষার দ্বায়িত্ব দেওয়া নিয়ে চাপানোতর চলে দীর্ঘদিন ধরে।

৩ আগস্ট এলাহাবাদ হাইকোর্ট এএসআই-কে সমীক্ষার নির্দেশ দেয়, তবে ‘সিল’ করা এলাকার বাইরে সমীক্ষা চালানোর নির্দেশ দেওয়া হয়। অক্টোবরে সেই রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হলেও বারবার সমীক্ষার রিপোর্ট পেশে অতিরিক্ত সময় দাবি করে এএসআই।

আরও পড়ুন- ইউরোপের মাটিতে ইসলামের জায়গা নেই: স্পষ্ট বার্তা মোদির ‘বন্ধু’ মেলোনির

 

Previous articleইউরোপের মাটিতে ইসলামের জায়গা নেই: স্পষ্ট বার্তা মোদির ‘বন্ধু’ মেলোনির
Next articleপাখির চোখ লোকসভা, দলীয় সাংসদদের এলাকায় জনসংযোগের নির্দেশ তৃণমূল সুপ্রিমোর