Monday, August 25, 2025

সংসদ হা.না নিয়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে এবার সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

Date:

সংসদে হানা এবার নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সোমবার সুপ্রিম কোর্টে মামলার আবেদন করেন দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সোহেল। দেশের সংসদে সাংসদদের নিরাপত্তা যেখানে লঙ্ঘন হচ্ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন তুলেছেন মালাকারী। আইনজীবী আবু সোহেলের আর্জি, সংসদ হানার ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। তার নিরপেক্ষ তদন্ত হোক।

গত ১৩ ডিসেম্বর লোকসভায় রং বোমা দিয়ে হামলা চালায় হানাদারেরা। সেই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। একইসঙ্গে বিজেপি সাংসদ প্রতাপ সিমহাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে অধ্যক্ষকে চিঠি দিয়েছে দিল্লি পুলিশ। ঘটনার দিন এই সাংসদের অতিথি হিসেবেই হানাদারেরা লোকসভায় ঢুকেছিলেন। এদিন লোকসভার অধিবেশনে অন্য সব বিষয়ে সরিয়ে রেখে, বিল পেশ না করে সংসদ হানার বিষয়ে আলোচনার দাবি জানিয়ে আওয়াজ তোলেন তৃণমূল সাংসদরা। রাজ্যসভাতেও একই দাবিতে সরব হন তৃণমূলের সংসদরা। কিন্তু সেই দাবিতে কান না দিয়ে বিল পেশে মেতে ওঠে কেন্দ্রের শাসকদল। সেই সব আলোচনা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করায় তৃণমূলের বর্ষীয়ান সাংসদ-সহ ৯জনকে লোকসভা থেকে ও সাতজনকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়। এ পর্যন্ত লোকসভা এবং রাজ্যসভা থেকে মোট ৯২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে।

আরও পড়ুন- জোটের বৈঠকের আগে কেজরিওয়ালকে ফের তলব ইডির

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...
Exit mobile version