Thursday, November 13, 2025

বর্ধমান বি.পর্যয় থেকে শিক্ষা! চাপে পড়ে একাধিক স্টেশনের বি.পজ্জনক ট্যাঙ্ক ভা.ঙার সিদ্ধান্ত রেলের

Date:

অবশেষে নড়ল টনক। বর্ধমান (Bardhaman) স্টেশনে ট্যাঙ্ক (Tank) বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই চরম সমালোচনার মুখে পড়ে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এবার স্টেশনে থাকা প্রত্যেক বিপজ্জনক ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হল। সূত্রের খবর, ভেঙে ফেলা জলের ট্যাঙ্কের তালিকায় একাধিক ব্রিটিশ আমলের। সেই তালিকায় রয়েছে হাওড়া ডিভিশনের ৩, আসানসোল ডিভিশনের ৮, মালদহ ডিভিশনের একটি জলের ট্যাঙ্ক। জানা গিয়েছে, দ্রুত ট্যাঙ্কগুলিকে ভেঙে ফেলার কাজ শুরু হবে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বর্ধমান স্টেশনে বড়সড় বিপর্যয় ঘটে। স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে থাকা ১৮৯০ সালে তৈরি ট্যাঙ্ক আচমকা ভেঙে যায়। দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়। মৃতদের নাম ক্রান্তি বাহাদুর (১৪), সোনারাম টুডু (৩৫), মফিজা বেগম (৩৫) এবং সুধীর সূত্রধর। সূত্রের খবর, ক্রান্তি এবং সোনারাম দু’জনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। বর্ধমান শহরের লাকুড্ডির বাসিন্দা ছিলেন মফিজা। অন্যদিকে, জখম অবস্থায় সুধীরকে বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হলেও, রবিবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। পাশাপাশি দুর্ঘটনার জেরে জখম হন আরও ৩৪ জন। জখমদের বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়।

তবে গত বুধবারের বর্ধমান স্টেশনে এমন বিপর্যয়ের পরেই রাজ্যের বিপজ্জনক সব ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত পূর্ব রেলের। পূর্ব রেলের মূ্খ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, আগামী এক বছরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করছি। রিনি আরও জানিয়েছেন, আপাতত নষ্ট করার আগে সব চিহ্নিত ট্যাঙ্কগুলির ধারণ ক্ষমতার অর্ধেক জল ভরা হবে। যদি মনে হয় কোনওটির রক্ষণাবেক্ষণ প্রয়োজন সেগুলির সংস্কার করা হবে।

 

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version