Sunday, May 4, 2025

ললিতের সঙ্গে গদ্দার অধিকারীর ৩০০-র বেশি ছবি রয়েছে, বঙ্গ বিজেপিকে তুলোধোনা তাপসের

Date:

সংসদে স্মোককাণ্ডের অন্যতম অভিযুক্ত ললিত ঝা-র সঙ্গে ছবির প্রসঙ্গে বঙ্গ বিজেপিকে তুলোধোনা করলেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। তাঁর সাফ কথা, সংসদে নিরাপত্তাহীনতার ছবিই স্পষ্ট হয়েছে হামলার ঘটনায়। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্বীকার করেছেন নিরাপত্তায় গাফিলতি ছিল। অথচ রাজ্য বিজেপি সবক্ষেত্রে পশ্চিমবঙ্গের যোগ খুঁজে চলেছে।

সোমবার তিনি বলেন, আমি ‘৮৫ সাল থেকে জনপ্রতিনিধি। অনেক অনুষ্ঠানে যেতে হয়। তাই অনেক ছবিই ওঠে। ছবি যেমন ওঠার তেমন উঠবে। তিনি বলেন, গদ্দার অধিকারীর সঙ্গেও তো তাঁর ৩০০-র বেশি ছবি রয়েছে। পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁর ছবি খুঁজলে পাওয়া যাবে। তা নিয়ে বিজেপি কী বলবে। এ প্রসঙ্গে তিনি পাল্টা তোপ দাগেন, ললিত মোদি, মেহুল চোকসি থেকে শুরু করে নীরব মোদির সঙ্গে কাদের ছবি দেখা যায়? বঙ্গ বিজেপি শুধু বং কানেকশন খোঁজায় ব্যস্ত।

তবু তারা মহীশূরের দলীয় সাংসদ প্রতাপ সিমহা-র কানেকশন খুঁজে পান না, উত্তরপ্রদেশের জুতো তৈরির কানেশন খুঁজে পান না, ঘটনার পর রাজস্থানে পালিয়ে যাওয়ার কানেকশন খুঁজে পান না।
তাপস রায় বলেন, তাঁর জানা নেই ললিত ঝা-র সঙ্গে যুব তৃণমূলের কোনও যোগ আছে কি না। তবে তিনি ললিত ঝাকে চেনেন না। তারপরই তাঁর কটাক্ষ, গদ্দার অধিকারী যুব তৃণমূলের সভাপতি থাকাকালীন তার রিক্রুটমেন্ট কি না বলতে পারব না।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version