Sunday, August 24, 2025

ললিতের সঙ্গে গদ্দার অধিকারীর ৩০০-র বেশি ছবি রয়েছে, বঙ্গ বিজেপিকে তুলোধোনা তাপসের

Date:

সংসদে স্মোককাণ্ডের অন্যতম অভিযুক্ত ললিত ঝা-র সঙ্গে ছবির প্রসঙ্গে বঙ্গ বিজেপিকে তুলোধোনা করলেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। তাঁর সাফ কথা, সংসদে নিরাপত্তাহীনতার ছবিই স্পষ্ট হয়েছে হামলার ঘটনায়। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্বীকার করেছেন নিরাপত্তায় গাফিলতি ছিল। অথচ রাজ্য বিজেপি সবক্ষেত্রে পশ্চিমবঙ্গের যোগ খুঁজে চলেছে।

সোমবার তিনি বলেন, আমি ‘৮৫ সাল থেকে জনপ্রতিনিধি। অনেক অনুষ্ঠানে যেতে হয়। তাই অনেক ছবিই ওঠে। ছবি যেমন ওঠার তেমন উঠবে। তিনি বলেন, গদ্দার অধিকারীর সঙ্গেও তো তাঁর ৩০০-র বেশি ছবি রয়েছে। পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁর ছবি খুঁজলে পাওয়া যাবে। তা নিয়ে বিজেপি কী বলবে। এ প্রসঙ্গে তিনি পাল্টা তোপ দাগেন, ললিত মোদি, মেহুল চোকসি থেকে শুরু করে নীরব মোদির সঙ্গে কাদের ছবি দেখা যায়? বঙ্গ বিজেপি শুধু বং কানেকশন খোঁজায় ব্যস্ত।

তবু তারা মহীশূরের দলীয় সাংসদ প্রতাপ সিমহা-র কানেকশন খুঁজে পান না, উত্তরপ্রদেশের জুতো তৈরির কানেশন খুঁজে পান না, ঘটনার পর রাজস্থানে পালিয়ে যাওয়ার কানেকশন খুঁজে পান না।
তাপস রায় বলেন, তাঁর জানা নেই ললিত ঝা-র সঙ্গে যুব তৃণমূলের কোনও যোগ আছে কি না। তবে তিনি ললিত ঝাকে চেনেন না। তারপরই তাঁর কটাক্ষ, গদ্দার অধিকারী যুব তৃণমূলের সভাপতি থাকাকালীন তার রিক্রুটমেন্ট কি না বলতে পারব না।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version