Friday, November 14, 2025

প্যালেস্টাইনের সমর্থনকারী ‘হুথি’কে রুখতে ১০ দেশের জোট গঠন আমেরিকার

Date:

গাজার মাটিতে ইজরায়েলের হামলার প্রতিবাদে ইজরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। যার ফলস্বরূপ ওই রুটে জাহাজ চলাচল বন্ধ করেছে বিশ্বের একাধিক বড় সংস্থা। এহেন পরিস্থিতিতে ইজরায়েলের সহায় হয়ে পাশে দাঁড়াল আমেরিকা। লোহিত সাগরে হুথিদের হামলা রুখতে ১০ দেশকে নিয়ে গঠন করা হল নিরাপত্তা বাহিনী। সোমবার এই বাহিনী গঠন করেন মার্কিন প্রতিরক্ষাসচিব লয়েড অস্টিন। এবং জানান, ওই অঞ্চল ও আরব উপসাগরে বাণিজ্যিক পণ্যবাহী জাহাজকে সুরক্ষা দিতেই এই বাহিনী গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদে লোহিত সাগরে জাহাজ চলাচলে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এই হুথি বাহিনী। গত কয়েকদিনে ইজরায়েলগামী একাধিক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে তারা। পরিস্থিতি এমন পর্যায়ে যে ওই পথে যাত্রা করতে চাইছে না কোনও জাহাজ। এই ঘটনায় লোহিত সাগরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে তেলে দাম বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের তেলবাহী জাহাজের বড় একটি অংশ সেখান দিয়েই চলাচল করে। এই পরিস্থিতিতে আমেরিকার তরফে ১০ দেশকে সঙ্গে নিয়ে বাহিনী গঠন কিছুটা স্বস্তির হলেও উদ্বেগ কাটছে না। ওদিকে পাল্টা হুথিদের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকার নেতৃত্বাধীন এ বাহিনীর কোনো প্রয়োজনীয়তা লোহিত সাগরে নেই। কারণ ইজরায়েলগামী ছাড়া সব জাহাজই সেখানে নিরাপদ। তারা আরও জানিয়েছে, যদি ইজরায়েল গাজায় হামলা বন্ধ করে দেয় তাহলে তারাও হামলা বন্ধ করে দেবে।

Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...
Exit mobile version