Wednesday, November 12, 2025

আয়োজনই সার! ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে আসছেন না প্রধানমন্ত্রী

Date:

ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’, হাজার-হাজার শঙ্খের ধ্বনি, সাধুসন্তের সমাবেশ। ব্রিগেডের এই আনন্দ আয়োজনের অনুষ্ঠানের অন্যতম বড় আকর্ষণ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রচারও চলছে জোরকদমে। প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। কিন্তু প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর, শেষ মুহূর্তে নরেন্দ্র মোদির সফর বাতিল হয়েছে। মঙ্গলবার বিজেপির তরফে তাঁর না আসার কথা জানানো হয়েছে। তবে আয়োজকরা অবশ্য জানিয়েছেন, তাঁরা এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছুই জানেন না তাঁরা। প্রধানমন্ত্রী আসবেন জেনেই প্রচার চলছিল। তবে উনি না এলেও কর্মসূচিতে কোনও বদল ঘটবে না।

বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর বসিয়ে বাংলায় হিন্দুত্বের আবেগকে চাঙ্গা করতে কোমর বেঁধেছে গেরুয়া শিবির। ব্রিগেডের অনুষ্ঠান সফল করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন, সেই প্রচার করে লোক টানারও চেষ্টা করছেন আয়োজকরা। মোদির গীতাপাঠ করতে পাঁচ কোটি টাকা খরচও করছে গেরুয়া শিবির। লোক জোগাড় করতে ১৩টি বিশেষ ট্রেন চালানোর জন্যও রেল দফতরের কাছে আবেদনও জানানো হয়েছে। কিন্তু শেষ মহূর্তে এসে বাতিল হয়ে গেল প্রধানমন্ত্রীর ব্রিগেড সফর। কিন্তু এভাবে মোদীর আসা বাতিল হয়ে যাওয়ায় এখন একটাই চিন্তা ঘুরছে আয়োজকদের মাথায়। লাখ লাখ মানুষের গীতাপাঠ করার কথা ছিল ব্রিগেডে। কিন্তু প্রধানমন্ত্রী না এলে আদৌ কি এত ভিড় হবে?

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আসার জন্য পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনীর আয়োজন করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট নিয়মে মঞ্চ বাঁধার কাজ শুরু করে দেওয়া হয়েছিল। এছাড়াও কয়েক লাখের বেশি মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন। সেক্ষেত্রে ট্রাফিক সহ নিরাপত্তা বিষয়ক একাধিক পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়েছিল পুলিশের তরফে।

আরও পড়ুন- গ্রাম বাংলায় ছড়িয়ে যাচ্ছে ‘জয়ী’, হাসি ফুটছে ক্ষুদ্র শিল্পীদের মুখে

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version