Monday, December 22, 2025

মোদি নিজেও এমন ‘মিমিক্রি’ করেছেন লোকসভায়: ভিডিও পেশের দাবি কল্যাণের

Date:

Share post:

উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে উদ্দেশ্য করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যঙ্গাত্মক অঙ্গিভঙ্গি নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। এই ইস্যুতেই এবার মুখ খুললেন কল্যাণ। স্পষ্ট ভাষায় জানালেন, এই ঘটনা প্রথমবার নয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদ অধিবেশন চলাকালীন লোকসভাতে ব্যঙ্গাত্মক অঙ্গিভঙ্গি করেছেন। চাইলে সেই ভিডিও প্রকাশ করতে পারি বলে জানালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।

লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ১৪১ জন সাংসদকে বহিষ্কারের ঘটনায় মঙ্গলবার সংসদ ভবনের বাইরে বিক্ষোভে সামিল হন বিরোধী সাংসদরা। সেখানেই রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতিকে নকল করে অঙ্গভঙ্গি করার অভিযোগ ওঠে কল্যাণের বিরুদ্ধে। সেই মুহূর্তের ভিডিয়ো করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যা নিয়ে শুরু হয় বিতর্ক। কল্যাণের আচরণের নিন্দায় সরব হয় বিজেপি। এরপর বুধবার এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কল্যাণ বলেন, “মক পার্লামেন্ট চলছিল। আমি বলিনি যে সেটা লোকসভা নাকি রাজ্যসভা। এটা যদি উনি নিজের গায়ে মেখে নেন, তাহলে আমি অসহায়। উনি কি সত্যিই রাজ্যসভায় এরকম আচরণ করেন? এটাই আমার প্রশ্ন। কারও ভাবাবেগে আঘাত করার কোনও অভিপ্রায় ছিল না আমার। ধনকড় সাব আমার সিনিয়র। উনি আমার পেশাতেই ছিলেন। উনি আইনজীবী ছিলেন। আমিও আইনজীবী। আমাদের পেশায় আমরা কারও ভাবাবেগে আঘাত করি না। আমি ওঁনাকে শ্রদ্ধা করি।”

এরপর পাল্টা প্রশ্ন ছুড়ে কল্যাণ বলেন, ধনখড়ের যদি মনে হয় যে তাঁর নকল করা হয়েছে, তাহলে এই প্রশ্নটা আসছে যে উনি কি রাজ্যসভায় এরকমভাবে আচরণ করেন? সেইসঙ্গে তিনি বলেন, “আমি কারও ভাবাবেগে আঘাত করতে চাইনি। মিমিক্রি একধরনের শিল্প। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই লোকসভায় মিমিক্রি করেছিলেন। আমি আপনাদের ভিডিয়োও দেখাতে পারি। ২০১৪ -২০১৯ সালের মধ্যে উনি লোকসভায় করেছিলেন। কিন্তু প্রত্যেকেই বিষয়টা হালকা চালে নিয়েছিলেন। কেউ যদি ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নেন, তাহলে আমি অসহায়।”

কল্যাণের ভিডিও নিয়ে এদিন মুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, “আমি রাজনৈতিক বিষয়ে কোও টিপপ্নি করব না। এই নিয়ে সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন মন্তব্য করবেন।” এরপরই তাঁর সংযোজন, “এটা সামান্য হালকা চালে করা। কাউকে আমরা অসম্মান করি না। অসম্মান করা আমাদের উদ্দেশ্য নন। আর তাছাড়া রাহুল গান্ধী মোবাইলে ভিডিওগ্রাফি না করলে তো কেউ জানতেও পারত না।”

spot_img

Related articles

হুলিগানদের যোদ্ধা তকমা ইউনূসের! ভারতের উপর হামলার নিন্দায় হাসিনা

দেশে যে শক্তি একসময় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, তারাই এখন ভারতীয় দূতাবাসে (Deputy High...

আজ নেতাজি ইন্ডোরে দলনেত্রী মমতা: বৈঠক বিএলএদের সঙ্গে

প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। প্রায় দু লক্ষ মানুষকে বিভিন্ন অসংগতির কারণে তথ্য যাচাই-এর শুনানিতে ডাকার সম্ভাবনা নির্বাচন...

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...