Saturday, November 8, 2025

কলকাতায় ফিরলো কো.ভিড আত.ঙ্ক, মহানগরীর তিন হাসপাতালে মিলল আ.ক্রান্তের হদিশ!

Date:

শীতের দাপটে জবুথবু বাংলায় এবার নতুন বিপদ! ফিরছে কোভিড (Covid)। কামব্যাক ইনিংসে ইতিমধ্যেই টার্গেট কলকাতা (Kolkata)। শহরের তিন হাসপাতালে তিন জন কোভিড আক্রান্তের সন্ধান মিলায় উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের। দু’জন কলকাতার বাসিন্দা। তৃতীয় জন ছ’মাসের একটি শিশু যে বিহারের বাসিন্দা। একজন কলকাতা মেডিক্যাল কলেজে ও বাকি দু’জন বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর।

ফের তাজা হচ্ছে আতঙ্কের স্মৃতি। দেশে আচমকাই বৃদ্ধি পেয়েছে কোভিড সংক্রমণ। বেশ কয়েকটি রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। দক্ষিণ ভারতে ওমিক্রনের নতুন উপরূপ জেএন.১-এর দাপট সব থেকে বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Department) পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত ছ’জনের মৃত্যু হয়েছে। সারা দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ২ হাজার ৬৬৯। একদিনে মোট আক্রান্তের সংখ্যা প্রায় চারশোর কাছাকাছি পৌঁছেছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই নয়া ভ্যারিয়েন্ট ঠিক কতটা শক্তিশালী সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়, তবে সতর্কতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ। কী ভাবে ভারত এই JN1 ভ্যারিয়ান্টের সংক্রমণ সামাল দেবে তা নিয়ে কিছুটা হলেও দ্বিধাবিভক্ত স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সামনেই ক্রিসমাস এবং বর্ষবরণ, তাই উৎসবের মরশুমে সকলকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য এদিন বলেন, কোভিড ১৯-এর নতুন স্ট্রেনের বিরুদ্ধে সতর্ক এবং প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ। এর উপসর্গগুলি পর্যবেক্ষণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালগুলিকেও পর্যাপ্ত বেড রাখার কথা বলা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোথাও RTPCR টেস্ট সেভাবে বাধ্যতামূলক করা হয়নি।

Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...
Exit mobile version