Saturday, November 8, 2025

কাকভোরে নবান্ন চত্বরে ডিএ আন্দো.লনকারীরা, রাস্তা আটকে ধ.র্নায় বসলে পুলিশের সঙ্গে ব.চসা

Date:

শীতের কাক ভোরে নবান্ন চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি। গতকালই মুখ্যমন্ত্রী বড়দিনের উপহার হিসেবে সরকারি কর্মচারীদের আরও ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন। যা পয়লা জানুয়ারি থেকেই কার্যকরী হবে। কিন্তু কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনড় সরকারি কর্মচারীদের একাংশ। কার্যত জেদ করে নবান্ন অভিযান করে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। ধর্মতলা থেকে বাসে করে ভোর ৫টা থেকে দলে দলে নবান্নে পৌঁছেছেন আন্দোলনকারীরা। নবান্নের সামনে বাসস্ট্যান্ডে বসে ধরনা করার সিদ্ধান্ত নেয় তাঁরা। ধর্নায় বসা নিয়ে যথারীতি পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন ডিএ আন্দোলনকারীরা।

গতকাল, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল নবান্ন চত্বরে আন্দোলনে বসতে পারবেন যৌথ মঞ্চের সদস্যরা। রাতে ধর্নায় বসতে পুলিশ বাধা দিলে তাঁরা জানান সকালেই আসবেন। তাই শুক্রবার দিনের আলো ফোটার আগেই নবান্নের কাছে পৌঁছে যান আন্দোলনকারীরা।সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য, শোনা যাচ্ছে, সেই কারণেই আন্দোলনকারীদের বসতে দেয়নি পুলিশ, সেই নিয়েই শুরু হয় তর্কাতর্কি, বাক বিতণ্ডা।

হাওড়া পুলিশ (Howrah police) রাত থেকেই ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করে। পুলিশের বাধা পেয়ে নবান্নের সামনে রাস্তাতেই বসে পড়েন আন্দোলনকারীরা। তাঁদের উঠে যাওয়ার জন্য অনুরোধ আসতে থাকে পুলিশের তরফে। কিন্তু নিজেদের অবস্থানে অনড় থাকে আন্দোলনকারীরা। দু’পক্ষের মধ্যে শুরু হয় বাদানুবাদ।

এদিকে নবান্নের সামনে রাস্তায় আন্দোলনকারীরা বসে থাকায় ট্রাফিক আটকে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, হাইকোর্ট নবান্নের কাছে বাসস্ট্যান্ডে ধর্নায় বসার অনুমতি দিয়েছে, কিন্তু পুলিশ তাদের ঢুকতে দিচ্ছে না। পরে পুলিশের সঙ্গে আলোচনা করতে দেখা যায় আন্দোলনকারীদের। অবশেষে ব্রীজের নীচে বসতে দেওয়া তাঁদের। সেখানেই আপাতত ধরনায় বসেছেন আন্দোলনকারীরা।

Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...
Exit mobile version